ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমকালে সম্প্রদায় ভেদে পক্ষ-বিপক্ষের তর্ক নিয়ে আমাদের আগ্রহ নিবদ্ধ ছিল এতদিন। সেসব আলোচনার জরুরত যে একেবারে নেই, তা বলছি না। কিন্তু, শতবর্ষ পরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তর্কের মুখ্য বিষয় পুনঃবিচারের দাবি রাখে। আবাসিক ও শিক্ষামূলক বিশ্ববিদ্যালয়ের ধারণা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা এবং ছাত্র-শিক্ষকের সম্মিলিত যে বিদ্যায়তনিক পরিসর নির্মাণের কথা তৎকালীন পূর্ববঙ্গ থেকে ধ্বনিত ও আলোচিত হচ্ছিল পূর্ববঙ্গে ও উপমহাদেশের অন্যত্র, তা পুনর্পাঠের প্রয়োজন আছে।
আর, তা আছে বলেই এ সংকলন ও সম্পাদনার কাজে হাত দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমকালে যে পূর্ববঙ্গীয় বৌদ্ধিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করছিল, তার উৎস বই হিসাবে সাপ্তাহিক ঢাকা প্রকাশ থেকে এ সংকলন আশা করি পাঠক ও গবেষকদের কাজে দিবে।
মাহফুজ আলম
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত - ২য় খণ্ড(১৯১১-১৯২১) (হার্ডকভার)