ধূসর হয়ে উঠছে ঢাকা। কমছে সবুজ। বাড়ছে তাপমাত্রা। নিচু আর জলাভূমি একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। বাস অযোগ্য হয়ে উঠছে এই নগর। কেন? রাজধানীর ঢাকা নিয়ে পড়ালেখা করছে সুজন। এই শহরে তার জন্ম। জন্ম শহরটির প্রতি তার আছে অদ্ভুত এক ভালোবাসা। সে চায় তার মতো ভালোবাসা দিয়ে সবাই গড়ে নিক এই প্রিয় নগরটিকে। ঢাকা হোক সবদিক দিয়েই সুন্দর। পৃথিবীর প্রতিটি মানুষেরই জন্ম-শহর বা জন্ম-গ্রামের প্রতি ভালোবাসা থাকা উচিত। আর কেবল এই ভালোবাসা থাকলেই শহর-গ্রাম সুন্দর হয়ে উঠবে। ঢাকা শহর নিয়ে তথ্যমূলক এই বই।
অস্ট্রিক আর্যু
অস্ট্রিক আর্যু । জন্ম ও অদ্যবধি বেড়ে ওঠা পুরনাে ঢাকায়। মূলত কবিতা ও আলস্যপ্রেমি এই মানুষটি ভালােবাসেন বন্ধু স্বজনের সজীবসান্নিধ্য আর নিরুপদ্রব জীবন। ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত শিক্ষা ও সংস্কৃতি-নির্ভর প্রতিষ্ঠান টোটেম একাডেমীর সাথে সম্পৃক্ত। গল্প লেখা আর ছবি তােলাতেই তার আগ্রহ সমধিক। ভালােবাসেন। শিশুকিশােরদের নিয়ে লিখতে। দর্শন তার একটি প্রিয় বিষয়। বইয়ের সংখ্যা অর্ধশতাধিক।