এই আধুনিক যুগে, অধিকাংশ মানুষের মাঝে এমন ভ্রান্ত ধারণা বিদ্যমান যে সাফল্য একটি অলীক বস্তু যা সকলের পক্ষে আয়ত্ত করা সম্ভব হয় না।
আবার অনেকে বিশ্বাস করেন যদি তারা সঠিক কথা বলেন, সঠিক কাজ করেন, সঠিক পদক্ষেপে অগ্রসর হোন, তাহলে সাফল্য একটি রঙিন প্রজাপতির মতো উড়ে এসে তাদের জালে ধরা দেবে এবং তারা সেটিকে হার্ডবোর্ডের উপর আলপিন দিয়ে গেঁথে ফ্রেমে বাঁধিয়ে গর্বের সঙ্গে ঘরের দেয়ালে টাঙ্গিয়ে রাখবেন। সাফল্যকে পাকড়াও করা যায় না, ক্রয় করাও যায় না, অপ্রত্যাশিত ভাবে এর সঙ্গে ঠোকাঠুকিও হয় না। আমরা কেবল একে সৃষ্টি করতে পারি আমাদের অন্তঃকরণ থেকে এবং একে সৃষ্টি করার একমাত্র উপায় হলো অমাদের চিন্তা ও অভ্যাস সমূহকে পরিবর্তন করা।
এই বইটিতে বর্ণিত কৌশল গুলো অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার চিন্তা-প্রক্রিয়াকে (thinking process) রূপান্তরিত করতে শিখবেন এবং গড়ে তুলতে পারবেন সাফল্য অর্জনের মানসিকতা (mind-set)। সঠিক মানসিকতার অধিকারী হতে পারলে জীবনে আপনার অর্জনের কোন সীমা পরিসীমা থাকবে না।