নিত্যতার মাঝে লুকিয়ে থাকে অনিত্যতা। আজ যা নতুন কাল তা পুরোনো প্রাচীন। পুরোনোর উর ফুঁড়ে প্রতিনিয়ত সামনে আসে অবিরত বর্তমান। অতীতের রেশ আর বর্তমান প্রবাহের উপর ভর করে উৎপন্ন হয় ভবিষ্যৎ। মানুষের চিন্তা-ভাবনার শুরু বর্তমানকে ঘিরে। ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা স্বপ্ন দেখার ভিত্তি গড়ে দেয় এই চলমান সময়। মানুষকে অবিরাম ভাবিত ও তাড়িত করে এই সময়ে ঘটে যাওয়া ঘটনা, বিষয় ও পরিস্থিতি। মানুষ এইসব ঘটনা, বিষয় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনুরণিত হয়। মনোলোকে অনুভব করে তারই আলোকে আত্মপ্রকাশে বলীয়ান হওয়ার অনিন্দ্য স্পৃহা। মননশীল চিন্তারা বিষয়, ঘটনা ও পরিবেশ পরিস্থিতির উপর অসামান্য প্রভাব ফেলে। এইসব পরিশীলিত ভাবনারা অন্যদেরও ভাবায়, তাড়িত করে। আর ভাবনার তাড়নারা সংক্রামক হয়ে ছুঁয়ে রয় বুকের অলিন্দ, মনন ও মগজ।