জনপ্রিয় অনলাইন লেখক ও পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণকারী সমাজকর্মী জাহাঙ্গীর আলম শোভন তার ১১৭৬ কিলোমিটারের হাঁটা ভ্রমণ নিয়ে এবারের বইমেলায় নিয়ে এসেছেন এক ভিন্ন স্বাদের ভ্রমণ ও এডভেঞ্চার বই ‘‘দেখব বাংলাদেশ গড়ব বাংলাদেশ’’। টানা ৪৬ দিন ধরে হাঁটার সময় পথে পথে নানা মজার, কষ্টকর আর রহস্যজনক ঘটনার বিবরণ দিয়েছেন তিনি এই বইতে। স্বভাবসুলভ রসবোধ, সহজ বর্ণনাভঙ্গি আর আন্তরিক উপস্থাপনার যে বৈশিষ্ট্য তার লেখনীতে রয়েছে পাঠক তার পুরোটাই পাবেন এই বইতে। সাথে রয়েছে মজার মজার সব ছবি। জটিল বিষয়কে সহজ ও পাঠকবান্ধবরুপে উপস্থাপন করে ইন্টারনেটে ও ব্লগের বিভিন্ন লেখনীতে তিনি যে পাঠকপ্রিয়তা পেয়েছেন সেটাই প্রতিফলিত হয়েছে ।
জাহাঙ্গীর আলম শোভন
অষ্টম শ্রেণীতেই তার লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও অনলাইনে তার জীবনমুখী লেখা তাকে নতুন এক অবিধা দিয়েছে। ব্যবসা বাণিজ্য, পর্যটন ও লোকসাহিত্য নিয়েও তার লেখা পাঠকের প্রশংসা কুড়িয়েছ। বিষয়বস্তুর ভিন্নতা ও ও সহজ-সরস উপস্থাপনা তার লেখনীতে নিজস্বতা দিয়েছে। আছে গল্পময়তার ছাপ। বাংলাভাষায় কর্মাশিয়াল কনটেন্ট লেখনিতে তিনি একজন পথিকৃত। স্কুলজীবন থেকেই লেখালেখি, বিতর্কসহ বিভিন্ন বিষয়ে বহু পুরষ্কার পেয়েছেন। একসময় রাখালী নামে একটি লোকসাহিত্যের ছোটকাগজ সম্পাদনা করতেন।
২০১৬ সালে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেন। ২০১৭ সালে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বিবেচনায় দেশের ৪০ জন প্রশংসিত ব্যক্তির একজন নির্বাচিত হন। ২০১৯ সালে দেশের প্রথম ই-কমার্স সামিটে তিনি দেশ সেরা ই-কমার্স কনটেন্ট রাইটার পুরষ্কার জিতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায়। প্রথাগত বিদ্যার পাশাপাশি নিজেকে গড়ে তোলার জন্য নিয়েছেন বিভিন্ন প্রশিক্ষণ। বিভিন্ন সামাজিক কর্মকা-েও রয়েছে তার সরব উপস্থিতি।
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে বাবা ও গৃহিনী মায়ের জৈষ্ঠ্য সন্তান জাহাঙ্গীর আলম শোভনের স্থায়ী নিবাস ফেনী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করেন ঢাকার নিকুঞ্জে।