আকাশে ওই চাঁদ? সেটা সুন্দর নয়। ওই গ্রহ তারা, ওর কোন মূল্য নেই, এই ফুলের বাগান, পুকুর, অপার্থিব নৈসর্গিক নির্জনতা, এগুলির কোনোকিছু সুন্দর নয়। এই গুলি তখনই সুন্দর হয়ে ওঠে যখন আমাদের আরধ্য বাসনার যুগল বস্তটি একত্রিত হয় এবং চারটি চোখের সমন্বয়ে ইঙ্গিত করে, বাহ কি সুন্দর! এই সব বাস্তবায়িত না হলে সবকিছু ধুধু মরুভূমি! আর যখন চারটি চোখ মুগ্ধ হয়ে সমস্বরে একই কণ্ঠে বলে ওঠে সুন্দর! তখন নদী হয়ে ওঠে নদী, চাঁদ তারা, গ্রহ নক্ষত্র, বৃক্ষরাজী, ফুল-পাখি সত্যিই সুন্দর হয়ে ওঠে। এই হলো জগৎ!