অফুরান প্রাকৃতিক সৌন্দর্যময় সিলেট, যে সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। সিলেটকে নয়নাভিরাম রূপ দেখতে সারা বছর পর্যটকের ভিড় হয়। এই রূপ মোহিত করেছিল বিখ্যাত পর্যটক ইবনে বতুতাকে। ১৯১৯ সালের ৫ নভেম্বর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণে এসে মুগ্ধ হন এর শ্যামশ্রীতে-সিলেটকে ডাকেন ‘সুন্দরী শ্রীভূমি’ নামে। শ্যাম রূপময়ী সিলেটের সৌন্দর্য পাঠকদের হাতে তুলে দেয়ার বাসনা থেকেই এ গ্রন্থের জন্ম।
কলিন চৌধুরী’র জন্ম ১৯৭০ সালে মৌলভীবাজার জেলার বড়লেখায়। ইসলামের ইতিহাসে এম.এ। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু । তারপর নানা অভিজ্ঞতা। বর্তমানে বিট্রেনের জনপ্রিয় বাংলা সংবাদ ‘সাপ্তাহিক পত্রিকায়’ কর্মরত।