ফ্ল্যাপে লিখা কথা মিলি সুলতানার সুনিপুণ লেখনীতে সাহিত্য উঠে এসেছে বর্ণিল সাজে। প্রকৃতির রূপময়তার মতই তার লেখার সৌন্দর্য। তার লেখায় বিভিন্নভাভে প্রকাশ পেয়েছে নারীর প্রতিবাদী রূপ। সাহিত্যের পরিমণ্ডলে সাবলীল এবং শক্তিশালী বিচরণ তার । নিজস্ব একটা স্টাইল ধরে রেখে লিখে যাচ্ছেন। যেখানে শরীরী ভাষায় মোহময়তা খুব স্পষ্ট। আবেশ জাগানিয়া অনুভূতি, স্পর্শ,শ্বাস প্রশ্বাসের শব্দ বেশ প্রকট তার লেখায় । পাশাপাশি থাকে চারপাশে ঘটে যাওয়া সামাজিক বিপর্যয়, বিপন্ন মানসিকতা, ব্যাপৃত কাম-প্রেম- এসবের প্রাঞ্জল উপস্থাপন। তার চমৎকার চিত্রকল্প মানুষের ভাবনাগুলোকে বেশ গভীরে টেনে নিয়ে যায়।