ফ্ল্যাপের কিছু কথাঃ ড্যান ব্রাউন একাধিক বেস্ট সেলার উপন্যাসের লেখক, তাঁর ‘দ্য দা ভিঞ্চি কোড’ সর্বকালের সেরা বিক্রি হওয়া উপন্যাসের অন্যতম। সাম্প্রতিক সময়ে টাইম ম্যাগাজিনের নির্বাচনে বিশ্বের সবচাইতে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তাঁর নাম স্থান পায়।
দ্য দা ভিঞ্চি কোড উপন্যাসটি এ পর্যন্ত আট কোটি কপি বিক্রি হয়েছে এবং বা্ংলা ভাষাসহ অনুদিত হয়েছে ৪১ টি ভাষায়। ড্যান আমহার্স্ট থেকে গ্র্যাজুয়েশন করে ইংরেজি শিক্ষক হিসেবে কিছুদিন চাকরি করেছেন, পরে চাকরি ছেড়ে দিয়ে লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ করেন।
প্রেসিডেন্ট পদক পাওয়া গণিতের অধ্যাপক এবং ধর্মীয় সঙ্গীতকার মায়ের সন্তান হিসেবে ড্যান বিজ্ঞান আর ধর্মের বিরোধপূর্ণ দর্শনের মধ্যে বেড়ে উঠেছেন।
কোড ব্রেকিং আর ছন্মবেশি সরকারি এজেন্সির প্রতি তাঁর প্রচণ্ড আগ্রহের জন্যই তিনি লেখা-লেখি করেন।
বর্তমানে আর্ট হিস্টোরিয়ান এবং চিত্রশিল্পী স্ত্রী ব্লাইথ এর সাথে আমেরিকায় নিউ ইংল্যান্ডে বসবাস করছেন তিনি।
দুনিয়া কাঁপানো এক বৈজ্ঞানিক আবিষ্কারে সারা পৃথিবী যখন উদ্বেলিত পর্দার অন্তরালে তখন ঘটতে থাকে একের পর এক ঘটনা-খুন হতে শুরু করে বিজ্ঞানী, রাজনীতিক আর উচ্চপদস্থ ব্যক্তিরা। এরই মধ্যে চারজন সিভিলিয়ান বৈজ্ঞানিক আর সিক্রেট সার্ভিসের এক তরুণী অফিসার বিশ্বের সবচাইতে বিপজ্জনক জায়গায় ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হয়। পর্দার আড়ালে থাকা শক্তিটি সবাইকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে কেন-সেই বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে কি এর কোনো সম্পর্ক রয়েছে?
মোহাম্মদ নাজিম উদ্দিন
আপনি নিশ্চয়ই মুসকান জুবেরির নাম শুনেছেন কিংবা জানেন 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'! ভারত ও বাংলাদেশে তুমুল জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
Goodreads পাঠকরা প্রচুর পরিমানে এই বইয়ের রিভিউ দিয়েছেন, মন্তব্য জানিয়েনয়েন।
Salima Akhtar Nabila নামের একজন লিখেছেন '
বইটা পড়েই লেখকের প্রতি মুগ্ধতার শুরু, মুসকান জুবেরির রহস্যময়তা প্রচন্ড আকর্ষণীয়, সেই সাথে পটভূমি বাছাই ও পুরো গল্পের আবর্তন ছিল মনোমুগ্ধকর, আমার পড়া অনন্যসাধারণ বাংলা থ্রিলার এটি, loved it.
Anamul Haque লিখেছেন,
'বাংলাদেশি এযুগের থ্রিলার এমন দুর্দান্ত হতে পারে, ধারণা করি নি। প্রত্যেক অধ্যায়ের শেষে লেখক আকর্ষণ রেখেছেন তৎজলদি পরবর্তী অধ্যায় পড়ে ফেলার জন্য। কিছু কিছু জায়গায় হতাশ হয়েছি বটে, তবে ৫ এ ৫ না দিলে অসম্মান হবে।'
মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলাদেশী লেখক ও প্রকাশক। লেখালেখির প্রথমদিকে তিনি বেশকিছু জনপ্রিয় ইংরেজি উপন্যাস অনুবাদ করেন ফেলেন এবং পরবর্তীতে মৌলিক লেখালেখি শুরু করেন। আর এই মৌলিক থৃলার এবং অনুবাদগুলো তাকে বাংলাদেশ সহ ভারতেও তুমুল জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত করে তুলেছেন।মূলত ২৬টিরও বেশি বইয়ের এ অনুবাদক পরবর্তীতে মনোনিবেশ করেন মৌলিক থ্রিলার রচনায়।
তিনি ঢাকায় জন্মগ্রহন করেছেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে (১বছর) পড়াশোনার পরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (স্নাতকোত্তর) করেন এই বিশ্ববিদ্যালয় থেকে।
মোহাম্মদ নাজিম উদ্দিন প্রচুর লিখে চলেছেন। ভক্তকুল ভালোবেসে তাকে কিং অব থৃলার উপাধি দিয়েছেন।
কুইজ: সৃজিত পরিচালিত 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' এর মুসকান জুবেরি চরিত্রে অভিনয় করেন কোন অভিনেত্রী?
ড্যান ব্রাউন
সর্বকালের সেরা বিক্রিত বই ‘দ্য দা ভিঞ্চি কোড’-এর লেখক ড্যান ব্রাউনের জন্ম আমেরিকায়। আমহার্স্ট থেকে গ্র্যাজুয়েশন করার পর কিছুদিন ইংরেজি-সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। 'গণিতজ্ঞ বাবা আর সঙ্গিতজ্ঞ মায়ের সন্তান হিসেবে বিজ্ঞান আর ধর্মের বিরােধপূর্ণ দর্শনের মধ্যে বেড়ে উঠেছেন ব্রাউন। কোড ব্রেকিং, ইতিহাস, ধর্ম, বিজ্ঞান আর 'ছদ্মবেশি সরকারি এজেন্সির প্রতি বরাবরই তার আগ্রহ রয়েছে।
তার সৃষ্ট সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন চরিত্রটি সারাবিশ্বে তুমুল জনপ্রিয়। দ্য দা ভিঞ্চি কোড, অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস, লস্ট সিম্বল, ইনফানোর পর অরিজিন রবার্ট ল্যাংডন সিরিজের পঞ্চম বই। তার এই সিরিজের তিনটি উপন্যাস নিয়ে এরইমধ্যে হলিউডে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, খুব শিঘ্রই। '‘অরিজিন’ও মুক্তি পাবে চলচ্চিত্র হিসেবে। বর্তমানে এই জনপ্রিয় লেখক স্ত্রী কেইট ব্লাইথকে নিয়ে আমেরিকার নিউ ইংল্যান্ডে বসবাস করছেন।