দেবযানী কোয়েল তালুকদারের তৃতীয় গল্পগ্রন্থ। এর আগের বই দুটো ছিল পূর্ণিমানিশীথিনী-সম ও মহুয়া বনে। এক পূর্ণিমা নিশীতে অনেক পথ পেরিয়ে মহুয়া বনে প্রবেশ করে আমরা যে সুবাস নিয়েছিলাম, তার সৌরভে আমাদের মনপ্রাণ ভরে উঠেছিল। মহুয়া বনের সেই পূর্ণিমার আলোছায়াময় আলো দেখে মনে হয়েছিল, বাংলা কথাসাহিত্য এক নতুন আলো আসছে।
সেই অপার্থিব আলোর পথ ধরে কোয়েল তালুকদার এবার লিখেছে দেবযানী। দেবযানীর সব গল্প আমি পড়েছি। গল্পে বিষয় ভাবনায় নতুনত্ব শুধু নয়, ভাষা ও প্রকাশ ভঙ্গিমায় স্বতন্ত্র রীতির প্রকাশ ঘটেছে। গল্পগুলোর কথনরীতিতে িএক অভিনবত্বের স্বাদ পাওয়া যায়। মানবজীবনের নান জটিলতা ও সংকটের চিত্রও ধরা পড়েছে। জীবনের পরম ধন প্রেমকেও কোয়েল তালুকদার এঁকেছেন সুনিপুণভাবে, দেখেছেন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
দেবযানী বইটিতে মোট সাঁইত্রিশটি গল্প আছে। গল্পগুলোতে বিভিন্ন সমাজ জীবন, সংস্কৃতি, ধর্ম ও সময়কে ধারণ করে লেখা।