১৯৫৩ সালে পুলিৎজার এবং ১৯৫৪ সালে সাহিত্যে নােবেল পুরস্কার অর্জনকারী স্বনামখ্যাত কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। তিনি ১৮৯৯ সালের ২১ জুলাই আমেরিকার শিকাগাে শহরের ওকপার্কে জন্মগ্রহণ করেন। স্থানীয় পাবলিক হাইস্কুল থেকে ১৯১৭ সালে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করে সাংবাদিকতা পেশা বেছে নেন। ক্যানসাস সিটি স্টার পত্রিকায় কাজ করার সময় আমেরিকার রেডক্রস সমিতির ড্রাইভার হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে। অংশগ্রহণ করেন। এ সময় তাঁকে ইতালির যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়। স্কুলজীবন থেকেই লেখালেখির প্রতি অনুরক্ত ছিলেন। হেমিংওয়ে। তাঁর ছােটগল্পে উঠে আসে সংগ্রামী মানুষ ও সমাজের অবহেলিত জনসাধারণের অভাব অভিযােগের কথা। অজস্র ছােটগল্প লেখার ফাকে ফাকে হেমিংওয়ে বেশকিছু উপন্যাসও লেখেন। এর ভেতর অন্যতম বলে স্বীকৃত উপন্যাস হলাে : দ্যা সান অলসাে রাইজেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হােম দ্য বেলস টোলস, আইল্যান্ড ইন দ্য স্ট্রিম, দ্য গার্ডেন অব ইডেন, টু অ্যাট ফাস্ট লাইট এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
বহুমাত্রিক চরিত্রের অধিকারী আর্নেস্ট হেমিংওয়ে ১৯৬১ সালের ২ জুলাই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।
Title :
Death in the Afternoon (Nobel Prize Winner's)