পৃথিবীটাকে নিরাপদ রাখতে গিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়া মানুষদের সাহায্য করেন মনোবিদ র্যান্ডেল বেক। তার চেম্বারে নতুন এক রোগী এলে তিনি গোলমালের আভাস পেলেন। চেম্বার থেকে বেরোতেই ফুটপাতে গুলি করা হলো ঐ রোগীকে। মারা যাওয়ার আগে সে কেবল একটি কথা বলে গেল বেককে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় গোয়েন্দা সংস্থার লোকেরা। জিজ্ঞাসাবাদে ডাক্তার-রোগীর গোপন তথ্য তাদের দিতে নারাজ সে। বুঝতে পারে কিছু একটা লুকানো হচ্ছে তার কাছ থেকে। পালাল সে।
যখন আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে তাকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হলো তখনই শুরু হলো ইদুর-বিড়াল খেলা।
কী এমন তথ্য জানত তার রোগী? যার জন্য রোগীর সংস্পর্শে আসা সবাইকে হত্যা করা হচ্ছে?
নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে বেঁচে থাকতে হবে তাকে। পারবে কি সে বাঁচতে?