ফ্ল্যাপে লিখা কথা বেনজির ভুট্রো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি দু’বার ক্ষমতাসনি হন এবং দু’বারই অপসারিত হন মেয়াদ পূর্ণ হবার আগে। এমন এক রাজনৈতিক পরিবারের সন্তান বেনজির, যে পরিবারের পিতা, পাকিস্তানের দক্ষ রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্রো ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সামরিক শাসকদের হাতে, গ্রহণ করতে হয় তাকে ফাঁসির রজ্জু। মা নুসরাত ভুট্রোর সঙ্গে বেনজির কারারুদ্ধ থাকেন দীর্ঘদিন।ভাইদের অকাল মৃত্যু সহ করতে হয় তাকে। ষড়যন্ত্র , অবৈধ ক্ষমতা দখল, সামরিক শাসন- যে দেশের একটি সাধারণ বিষয় , সেখানে বেনজির লড়েছেন গণতন্ত্রের জন্য।কখনো জয়ী হয়েছেন, কখনো পরাজিত। দেখেছেন তিনি অনেক অন্ধকার, পর্দার আড়ালে বহু কিছু, আর তার বলারও আছে তাই বহু কিছু। এ বইয়ের বেনজির শুধু জবিনকথা বলায় মনোযোগী ছিলেন না, বলেছেন তা মাতৃভূমি পাকিস্তানের রাজনীতির অন্ধকার ও আলোর কথা, তুলে ধুরেছেন ওই রাজনীতির স্বরূপ।