ফ্ল্যাপের কিছু কথাঃ তৌফিক রহমান আপাদমস্তক সংস্কৃতিমনস্ক একজন ব্যক্তিত্ব। কৈশোর থেকেই নানামুখি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁ*র অবাধ বিচরণ। সেই সুবাদে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময় থেকেই সাংগঠনিক আবৃত্তি ও নাট্যচর্চার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। প্রথমে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কথা আবৃত্তি চর্চা কেন্দ্রে আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে পরবর্তীকালে আবৃত্তি সংগঠন ‘ক’জনা’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এর সভাপতি । এছাড়াও সংলাপ গ্রুপ থিয়েটার এবং পরবর্তী সময়ে ‘দেশ নাটক’ এর সঙ্গে যুক্ত হন। ১৯৯৭ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দেশের প্রথম অভ্যন্তরীণ পর্যটন বিষয়ক অনুষ্ঠান ‘বাংলাদেশ ভ্রমণ’ এর মূল পরিকল্পক ও উপস্থাপকের দায়িত্বও পালন করছেন।