ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তি, যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং বা প্রচার করতে পারি
এর বাইরেও, যদি আপনি কোনো পণ্য, অনলাইন সার্ভিস বা অফলাইন সার্ভিস এর জন্য কাস্টমার খুঁজছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক অনেক কম খরচে “লক্ষ্যবস্তু কাস্টমার” পেয়ে যেতে পারবেন। এর দ্বারা আজ, সব ছোট বড় কোম্পানি নিজের প্রোডাক্ট, তার “লক্ষ্যবস্তুগ্রাহকের” কাছে মার্কেটিং বা প্রচার করছেন এবং তারা নিজের মার্কেটিং দিনের পর দিন বাড়িয়ে নিচ্ছেন।
আগে লোকেরা বা কোম্পানিরা কোনো বিজ্ঞাপন এমন জায়গায় দেখাতো বা প্রচার করতো যেখানে লোকের ভিড় বেশি। এমন জায়গায় বিজ্ঞাপন দেখানো হতো যেখানে লোকেদের নজর বা ধ্যান বেশি পড়ার সুযোগ হতো। যেমন, রেডিও, টিভিবা রাস্তার পাশে। এমন অনেক বিজ্ঞাপনের নিয়ম তারা ব্যবহার করতেন। কিন্তু, আজ আপনি সবথেকে বেশি ভিড় বা লোকেদের সংখ্যা পাবেন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে।
তাই, এখনের দিনে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ লোকেদের কাছে অনেক কম সময়ের ভেতরে প্রচার বা মার্কেটিং করতে হয়, তাহলে আপনার পুরোনো মার্কেটিং এর নিয়ম ভুলে ডিজিটাল মার্কেটিং এর সাথে আগে বাড়তে হবে।
ফেসবুক পর্ব
এতে যা যা আছে-
১. ফেইসবুক এড কীভাবে কাজ করে?
২. তো আসলে কীভাবে ফেইসবুক এড কাজ করে?
৩. কেন ফেইসবুক এড জরুরি?
৪. GTM এর সাথে ওয়েবসাইট এবং ফেসবুক পিক্সেলের সম্পর্ক।
৫. GTM কে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা।
৬. কোন ধরণের বিজনেসের জন্য ফেইসবুক এড কাজ করে?
৭. এড একাউন্ট এক্সেস ও ড্যাশবোর্ড পরিচিতি।
৮. ক্যাম্পেইন, এড সেট, এড।
৯. ফেইসবুকে টার্গেট অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন?
১০. টার্গেট অডিয়েন্স কী?
এমন ২০০ টি বিষয়ে বিস্তারিত বর্ণনা। উদাহরণ এবং টেকনিক্যাল বিষয়সহ।
পল্লব শাহরিয়ার
Title :
ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং (হার্ডকাভার)