অফিসের আড্ডায় দারুণ দারুণ সব আলোচনা হয়। আলোচনায় আমার অংশগ্রহণ হু-হা পর্যন্তই।
চমৎকার সব কথা বলে চার্মবয়।
-বুঝলেন মিজান ভাই, জীবনে সুখী হতে হলে আকাশের মেঘের মতো হতে হবে। মেঘ যেমন ইচ্ছে করলেই ঝমঝম করা বৃষ্টি হতে পারে তেমন মানুষকেও হতে হবে।
রোদেলা আকাশে ঝকঝকে সাদা তুলো হয়ে ভেসে বেড়ানো, আর জমে ঘন হলেই ঝমঝম করে বৃষ্টি।
মানুষ সুখী হয় না কেন জানেন?
ওই যে জমে থেকেও ঝরতে পারে না। মনের ভেতর এত কালো মেঘ তাও বৃষ্টি নামতে দেয় না।
একবার যে মানুষ তার জীবনে বৃষ্টি হয়ে নামতে শিখে গেছে ব্যস তার আর কোনো সুখের অভাব নেই। কী দারুণ কথা তাই না? আসলেই তো, জীবনের এই বয়ে চলা তো মেঘের ভেলার মতোই। শুধু আমরা সময়মতো বৃষ্টি হই না। সবার সঙ্গে আমিও মুগ্ধ হয়ে সেসব কথা শুনি।
মাঝে মধ্যে মনে মনে খুব আফসোস হতো, ইশ এমন চমৎকার করে কথা বলবার মানুষটা যদি সবসময় সঙ্গে থাকত।
পরক্ষণেই মনে হতো, ধুর। ধূসররঙা শার্টের ওই চার্মবয় নামক সুখী মেঘ আমার জন্য নয়। আমার জন্য বরং আকাশের মেঘই সঙ্গী হোক। সেই ভালো।