মানবজাতির মুক্তির একমাত্র সম্ভাবনা ইসলাম, যা আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন-বিধান। এজন্যই এটি একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যাতে নেই কোনো কম-বেশির অবকাশ। ইসলাম প্রতিষ্ঠার কর্মতৎপরতায় শামিল হবার সৌভাগ্য সবার হয় না। দ্বীনের বিজয়ে কেউ দিন-রাত কাজ করুক বা না করুক, কঠোর পরিশ্রমী হোক কিংবা অলসতায় নরম বিছানায় মাথা গুঁজে থাকুক, বিজয়কে একদিন এগিয়েও আনতে পারবে না আবার একদিন পিছিয়েও দিতে পারবে না। বরং সব কিছুর মূলে হলো ‘এই সত্য আহ্বানের কর্মতৎপরতায় কতটুকু ভূমিকা পালন করছি তা।
প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকান
প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকান (তুর্কি : Necmettin ERBAKAN; জন্ম : ২৬ অক্টোবর, ১৯২৬ মৃত্যু : ২৭ ফেব্রুয়ারি, ২০১১) হলেন তুরস্কের সাবেক সফল প্রধানমন্ত্রী। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সফল বিজ্ঞানী এবং প্রকৌশলী। একইসাথে প্রখ্যাত আলেম, মুজতাহিদ এবং হাফেজে কোরআন ছিলেন।
ইস্তাম্বুল প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কৃতিত্বের সর্বোচ্চ স্বাক্ষর রাখা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই প্রকৌশলীর সবচেয়ে বড় অবদান ‘ডি-৮ গঠন ও নতুন বিশ্বব্যবস্থার প্রস্তাবনা'।
নাজমুদ্দিন এরবাকান ক্ষমতায় থাকাকালে ক্স বাংলাদেশসহ আটটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে ডি-৮ গঠন করেন। গাজাসহ সমগ্র দুনিয়ার মজলুম জনগণকে সাহায্যকারী তুরস্কের সর্ববৃহৎ দাতব্য সংস্থা IHH ও CANSUYU-এর প্রতিষ্ঠাতাও তিনি। সাইপ্রাস বিজয়, বসনিয়া এবং মরো রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর রয়েছে ঐতিহাসিক ভ‚মিকা ।
বাংলা ভাষায় নাজমুদ্দিন এরবাকানকে আরও জানতে এ বই দুটি পড়তে পারেন :
* ইসলাম ও জ্ঞান
* নতুন বিশ্ব ব্যবস্থার প্রস্তাবক; নাজিমুদ্দিন এরবাকান