ফ্ল্যাপে লেখা কথা ইতিহাস যে কোন জাতির পরিচয়-বিবেকের অনুপ্রেরণা। আমাদের অস্তিত্বের প্রয়োজনেই আমাদের ইতিহাস জানা জরুরি। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না! তারচেয়েও বড় সত্যি-আমরা আমাদের ইতিহাস জানি। এই যে দামুড়হুদা এক বিস্তৃত জনপদ, এর বহু অখ্যাত পল্লীতে বহু ইতিহাস, বহু ঘটনা, বহু কথা-কাহিনী মূক হয়ে আছে শ্রোতার অভাবে, অনুসন্ধিৎসু সহৃদয়তার অভাবে। সেসব ইতিহাস এখনো পুরোপুরি লুপ্ত হয়ে যায়নি। দামুড়হুদা উপজেলার রয়েছে ঐতিহ্যগত বৈপ্লবিক ধারা,শৈল্পিক চেতনা ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা। সকলের অন্যগ্রহ, অবহেলা ও উপেক্ষার কারণে যা কিছু লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাওয়ার উপক্রম, অনেকরে কল্পনায় যা লুপ্ত, লেখক-গবেষক রাজিব আহমেদ তা সংগ্রহ করেছেন পরম যত্নে। চারণের মতো চষে বেড়িয়েছেন দামুড়হুদা-চুয়াডাঙ্গার প্রত্যন্ত জনপদ,ঘাঁটাঘাটি করেছেন সংশ্লিষ্ট বইপত্র। তাঁর স্বপ্ন দামুড়হুদা উপজেলার ইতিহাস-ঐতিহ্যের সবদিক ছুঁয়ে যাবেন। এই বইটি সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ। সূচিপত্র * দামুড়হুদা উপজেলার পরিচিতি * নীলবিদ্রোহ দামুড়হুদা উপজেলা * কৃষক আন্দোলনে দামুড়হুদা উপজেলা * দামুড়হুদা উপজেলার ঐতিহাসিক স্থাপত্য ও প্রত্ন নিদর্শন * দামুড়হুদা উপজেলার রাজনৈতিক ঘটনাপঞ্জি * দামুড়হুদা উপজেলার ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য * দামুড়হুদা উপজেলার সমাজ সংস্কৃতি ও অধিবাসী * দামুড়হুদা উপাজেলার সাংস্কৃতিক বৈশিষ্ট্য * দামুড়হুদা উপজেলার অর্থনীতি * দামুড়হুদা উপজেলার সমসাময়িক ব্যক্তিত্ব * দামুড়হুদা উপজেলার শিক্ষা ব্যবস্থা * মুক্তিযুদ্ধে দামুড়হুদা উপজেলা * দামুড়হুদা উপজেলার গ্রাম -জনপদের নাম * দামুড়হুদা উপজেলার ইউনিয়ন ও গ্রামের তালিকা * আলোকচিত্র
রাজিব আহমেদ
জন্ম : ৬ ডিসেম্বর ১৯৭৫
পিতা : অধ্যক্ষ এস. এম. ইস্রাফিল।
মাতা : নাছিমা রহমান বেবী ছােট
বােন : নাদিয়া আহমেদ নদী
স্ত্রী : নাফিসা হােসেন নিপু।
কন্যা : রানিয়া আহমেদ গল্প।
স্থায়ী ঠিকানা : কোর্টপাড়া, চুয়াডাঙ্গা
প্রাতষ্ঠানিক শিক্ষা : এম.বি.এ
নেশা : লেখালেখি
শখ : দেশ ভ্রমণ
ঘুরে দেখেছেন : আমেরিকা, মিসর, ভারত, ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলংকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সুইডেন, নরওয়ে, ফ্রান্স।
চাকরি করেছেন : রবি (একটেল) বাংলালিংক, ইউনিলিভার, রেকিট বেঙ্কিজার ও ভােরের কাগজ ।