ফ্ল্যাপের কিছু কথাঃ কর্মব্যস্ত জীবনে বেড়ানোর সময় আর সুযোগ দুটোর কম। অথচ বিশ্ব মানচিত্রের ছোট্ট এই বাংলাদেশে বেড়ানোর জায়গা অনেক। বেড়ানোর সীমিত সময়ের সবচেয়ে ভালো ব্যবহারের জন্য অভিজ্ঞদের পরামর্শ খুব কাজে লাগে।‘দেখুন বাংলাদেশ’ বইটি সেই পরামর্শ দেওয়ার কাজ কিছুটা হলেও করতে পারবে। হুটহাট নিজের খেয়ালখুশিমতো কোনো ‘দিকশূন্যপুরের’ উদ্দেশে বেরিয়ে পড়ার আলাদা মজা আছে। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে কমবেশি সবই করতে হয় মেপে, ঘড়ি ধরে। কখন কোথায় বেড়াতে যাবেন সেটা নির্বাচন করা একটি জরুরি বিষয়। আবার শুধু জায়গা নির্বাচন করলেই নয়;সেখানে গিয়ে বিশেষ করে রাতে কোথায় থাকবেন, কোন কোন জায়গা না দেখলেই নয়, এলাকায় কীভাবে ঘরবেন (স্থানীয় যানবাহন) এসব আর হুট করে গেলেই চলে না।কমপক্ষে হোটেলকক্ষ আগে থেকে নিশ্চিত না করে গেলে ভ্রমণের আনন্দ বিষাদে পরিণত হতে পারে। বাংলাদেশের বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার উপায়, সেখানে থাকার স্থান, দর্শনীয় ও প্রসিদ্ধ স্থান, বস্তু এবং স্থানীয় ইতিহাসের মতো সব তথ্য মিলবে এ বইটিতে।