ভূমিকা অগ্রজ কবি, প্রবন্ধকার রেজাউদ্দিন স্টালিনের পত্রিকায় প্রকাশিত কলামগুলির সন্নিবেশ ঘটেছে ‘ডাকঘরে’। এই প্রবন্ধকার সমসাময়িক আর্থসামাজিক, রাজনৈতিক ঘটনাগুলোর বিশে¬ষণ তার লেখায় তুলে ধরেছেন সুনিপুণ দক্ষতায়। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রত্যেকেরই রয়েছে দায়বদ্ধতা। এ দায়বদ্ধতা যেমন প্রত্যেক ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের কাছে ব্যক্তি হিসেবে আমাদের স্বাতন্ত্র্য উপস্থাপনের জন্য। তার লেখা প্রবন্ধগুলি যেমন এসময়ের দর্পণ, তেমনই অতীতের দৃশ্যকল্পগুলির নিখুঁত বুনন। তার শৈশব-কৈশোরের স্মৃতি যেমন লেখার উপজীব্য হয়েছে, তেমনই তা আবহমান বাংলার রূপকে চিত্রিত করেছে। এদেশের গ্রাম, খাল, নদী, ফসলের খেত মূর্ত হয়েছে তার বিশে¬ষণী লেখায়। বিষয় বৈচিত্র্যে অনন্য এই সংকলনে সমাজ-সংস্কৃতিতে আমাদের কর্তব্য কর্ম বিষয়ে রয়েছে সুচিন্তিত দিক নির্দেশনা। ক্ষয়ে যাওয়া সমাজ-সংস্কৃতিকে পথ দেখানোর প্রচেষ্টা অহর্নিশ তার ক্ষুরধার লেখনিতে প্রতিভাত হয়। ‘ডাকঘর’ সংকলনটি যেমন প্রবীনদেরকে স্মৃতিকাতরতায় আচ্ছন্ন করবে, সেই সাথে নতুন প্রজন্মও পাবে সঠিক দিক নির্দেশনা। ঘুনে ধরা সমাজকে শোধরানোর জন্য তার প্রচেষ্টায় আমরাও সারথি হলাম। পারভেজ রানা প্রকাশক
রেজাউদ্দিন স্টালিন
রেজাউদ্দিন স্টালিন (জন্ম ২২ নভেম্বর ১৯৬২) বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ এবং মাতা রেবেকা সুলতানা। তিনি ৪০টি কাব্যগ্রন্থের লেখক, এবং তার স্বকণ্ঠে আবৃত্তি ৩টি ক্যাসেট ও প্রদীপ ঘোষের কণ্ঠে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে 'রবীন্দ্রনাথ', 'আরোগ্য', 'নির্বাসিত তারুণ্য', 'কাঠ কয়লায় লেখা', 'দিব্য চোখে দেখছি', এবং 'ডাকঘর', এছাড়াও শিশুতোষ গ্রন্থ 'হাঁটতে থাকো', 'শৈশব', এবং 'জলচাষি' প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারগ্রন্থের মধ্যে 'প্রশ্নের পুরাণ', 'একুশ প্রশ্ন এক উত্তর', এবং 'দুঃসময়ের ইউলিসিস' উল্লেখযোগ্য। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি, মাইকেল মধুসূদন, খুলনা রাইটার্স ক্লাব, ধারা সামাজিক সাংস্কৃতিক পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, পশ্চিমবঙ্গের সব্যসাচী পুরস্কার, রংপুর বজ্রকথা পুরস্কার, অগ্নিবীণা পুরস্কার, ঢাকা সিটি কর্পোরেশন পুরস্কার, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ও তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা, লসএঞ্জেলেস বাদাম সম্মাননা সহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। বইপড়া, সিনেমা দেখা, আড্ডা দেয়া এবং ভ্রমণের শখ রয়েছে।