‘ডেইলি কুরআন’ বইটিতে কুরআনে বর্ণিত হালাল-হারাম, আদেশ-নিষেধ এবং আল্লাহর পছন্দনীয়-অপছন্দনীয় বিষয়গুলোকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইসলামের মৌলিক বিধিবিধান ও ফজিলতপূর্ণ সুরা, কুরআনের দোয়াসমূহ উল্লেখসহ একজন মুসলমানকে ঈমানদার, নৈতিক ও সৎকর্মশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যাবতীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। বইটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এতে আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, কুরআনে বর্ণিত চ্যালেঞ্জ, সুরাভিত্তিক কুরআন চয়নিকা, কুরআনের সতর্কবাণী এবং শিক্ষাগুলোও উল্লেখ হয়েছে-যা পাঠককে ইসলামের সঠিক পথ অনুসরণ করতে এবং পাপ থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করবে।