‘ডেইলি ফিকহ’ বইটি ইসলামি জীবনের ধর্মীয় বিধানগুলোর প্রেক্ষিতে মৌলিক ও সামগ্রিক নির্দেশিকা হিসেবে প্রস্তুত করা হয়েছে। বইটির লক্ষ্য হলো, পাঠককে ইসলামের মূলনীতি, ধর্মীয় দায়িত্ব এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা। বইতে মূলত ‘ইবাদত-সংক্রান্ত ফিকহ’ আলোচনা করা হয়েছে। পবিত্রতা, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি এবং ইতেকাফসহ বিভিন্ন ইসলামি বিধানের বিশদ আলোচনা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে সংশ্লিষ্ট মাসআলা ও বিধানসমূহের যথাযথ দলিল, ধর্মীয় সূত্র এবং হাদিস উল্লেখের চেষ্টা করা হয়েছে। আমরা আশা করছি, বইটি ইসলামি নীতি ও আদর্শ অনুসরণের জন্য পাঠকদের সাহায্য করবে এবং ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। ডেইলি ফিকহ আহমাদ রিফআত