দেশের নামে যুদ্ধ হয়। আর সে যুদ্ধ করে বাস্তবের ব্যক্তিমানুষ। সম্মুখযোদ্ধা ছাড়া আরও কত রকম মানুষের ভূমিকা থাকে মুক্তিযুদ্ধের মতো একটি বড় ঘটনার পেছনে। বলা যায় ছোট ছোট অনেক যুদ্ধ এক হয়ে একটি বড় যুদ্ধ তৈরি হয়। কিন্তু ছকবাঁধা কাঠামোর বাইরে অবস্থান করায় সেই সব মানুষের অনেকে আমাদের পরিচিত বয়ানের বাইরে রয়ে যায়। মুক্তিযুদ্ধকালের নারী সেই বয়ানের বাইরে থাকা এক চরিত্র। সম্মুখযুদ্ধে অংশ না নিয়েও যারা নানাভাবে এই যুদ্ধকে সম্ভব ও সফল করে তুলেছে। প্রথাগত ইতিহাসের কোথাও নারীর এই যুদ্ধের উল্লেখ থাকে না। এই বইয়ের গল্পগুলো মূলত সে রকম কয়েকজন নারীর।
ব্যাক কভার
মুক্তিযুদ্ধকালের অতিসাধারণ ও বিস্মৃতপ্রায় ঘটনাগুলো গল্প হয়ে উঠে এসেছে এই বইয়ে। অধিকাংশ গল্পের কেন্দ্রে আছেন কোনো না কোনো নারী। সম্মুখযুদ্ধে অংশ না নিয়েও যাঁরা মুক্তিযুদ্ধের মতো একটি বড় ঘটনাকে সম্ভব করে তুলেছেন।