দ্বাদশ ব্যক্তি উপন্যাসের পাণ্ডুলিপি যখন আমি পড়ি, তখন ভাবছিলাম বই আকারে যখন আসবে এটা কী দারুণ ব্যাপারই না হবে! ল্যাটিন ফুটবলের সৌন্দর্য, আটলান্টিক পাড়ের মানুষের ফুটবলপ্রেম, তাদের জীবনধারা ফুটে উঠেছে উপন্যাসে। আরও উঠে এসেছে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস।
আব্দুল্লাহ অপু
আব্দুল্লাহ অপু। ফিকশন লেখেন তিনি। জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়াতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে গ্র্যাজুশন সম্পন্ন করেন, এরপর একই বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। প্রথম উপন্যাস 'বলয়' দিয়ে লেখকের যাত্রা শুরু। 'বিস্মৃত সৈনিক' তাঁর দ্বিতীয় উপন্যাস। 'বিস্মৃত সৈনিক' আর্টলিট সেরা বই-২০২৩ এর জন্য নির্বাচিত হয়। 'দ্বাদশ ব্যক্তি' লেখকের তৃতীয় উপন্যাস। পেশাগত জীবনে আব্দুল্লাহ অপু একজন ব্যাংকার।