সাগর-পাহাড়-নদী-বন-বীথিকার সাথে শামিম আরা স্মৃতির মিতালী। ঝড়তুফান-রৌদ্র-বৃষ্টি কোন কিছুই তাঁর দৃষ্টি এড়ায় না। একটু ফুরসৎ হলেই ছুটে যান খােলা হাওয়ায়, স্নিগ্ধ আবেশের কাছে। প্রকৃতির রুদ্র মূর্তি কিংবা শান্ত-সৌম্য চেহারা, সবকিছুকেই আলিঙ্গন করতে চান স্মৃতি। তাঁর কাছে সময়-অসময় নেই। প্রকৃতির অনাবিল উপাদানকে উপজীব্য করে অবিরত লিখে যান। শামিম আরা স্মৃতি, গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত থেকে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলাসহ সৃজনশীল কর্মকান্ডেও নিজেকে ব্যস্ত রাখেন।