সাম্প্রতিক গবেষণা থেকে এ ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে ব্যবসা বা যেকোন কাজে আইডিয়া এবং মুনাফার একটি সরাসরি সম্পর্ক রয়েছে। এর মানে হচ্ছে আজকের অতি-প্রতিযোগিতার কালে যেখানে প্রযুক্তিগত বহু উন্নতির কারণে অনেকেই ব্যবসা থেকে ছিটকে পড়ছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সৃজনশীল চিন্তা করতে পারা বা সৃজনশীল চিন্তার দক্ষতা (Creative thinking skill)। যেকেউ তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তিনিও যেকোন দুর্বল পেশা থেকে সম্ভাবনাময় পেশাকে খুঁজে বের করতে পারেন এই সৃজনশীল চিন্তার দক্ষতার মাধ্যমে (Creative thinking skill)। যদিও এই ব্যাপারটা অনেক ব্যবসায়ী এবং উদ্যোক্তার জন্য শুনতে ভীতিকর মনে হতে পারে, তবে আপনার জন্য তা হবে না।
কারণ এ বই বেশ সংক্ষিপ্ত, সহজে পাঠযোগ্য। বইয়ের ভেতর ২১টি অধ্যায় রয়েছে। ছোট ছোট এসব অধ্যায়ে বিশ্বের বড় বড় সফল ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের ব্যবহৃত কলাকৌশল সম্পর্কে বলা হয়েছে। যা যেকোন পাঠক তার দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে উপকৃত হতে পারে। এসব কলাকৌশল পাঠে পাঠকের মনমস্তিষ্কে সৃজনশীল অংশের টিস্যুগুলো উদ্দীপ্ত হবে, তাদের মধ্যে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে সুযোগকে খুঁজে বের করার, চেনার এবং কাজে লাগানোর দক্ষতা সৃষ্টি হবে। পাঠকরা এ ধরনের পদ্ধতি ব্যবহার করবে, যেমন, ব্রেইনস্ট্রমিং, জিরো-বেসড থিংকিং, দলগত চিন্তা পদ্ধতি, নতুন পণ্যের নকশা করা, নতুন নতুন আইডিয়া উপস্থাপন এবং মার্কেটিং এর নতুন উপায় বের করা সহ প্রভৃতি। আপনি কীভাবে নতুন নতুন ধারণাগুলোকে পরীক্ষানিরীক্ষা করবেন সেসব পদ্ধতি সম্পর্কেও উদাহরণ সহ বলা হয়েছে। ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং বই পাঠ করে আপনি সম্ভাবনার নতুন দিশা খুঁজে পাবেন। আপনার সৃজনশীল চিন্তাভাবনার নতুন দিক উন্মোচিত হবে। আপনি যে স্বপ্ন দেখেন তা পূরণে ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং বই এক মাইলফলক হয়ে দেখা দিবে।
ব্রায়ান ট্রেসি
Brian Tracy (born January 5, 1944) is the Chairman and Chief executive officer (CEO) of Brian Tracy International, a company he founded in 1984 in Vancouver, Canada. Brian Tracy International sells counseling on leadership, selling, self-esteem, goals, strategy, creativity, and success psychology. The company is headquartered in Bankers Hill, San Diego, California. Prior to founding his company, Tracy had served as the Chief Operating Officer of a development company. He serves as the President of three companies headquartered in Solana Beach, California. He teaches sales, time management, personal development and leadership.
Title :
ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং (হার্ডকভার)