মার্কেটিং আর ক্রিয়েটিভিটি একসূত্রে গাঁথা। তবু আমরা অজানা কারণে আইডিয়া কপি পেষ্ট করতে পছন্দ করি। এর কারণ প্রধানত ২টি। কেউ কেউ রয়েছেন যারা নতুন আইডিয়া খুঁজে পান না। একদল রয়েছেন যারা নতুন আইডিয়ার উপর ভরসা রাখতে পারেন না। ভয় পান বা আত্ম বিশ্বাসের অভাব বোধ করেন যদি আইডিয়া ফেল করে?
এই বইতে এই দুটো দিক নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত কিভাবে আপনি নতুন আইডিয়া খুজে পাবেন বা তৈরী করতে পারবেন। দ্বিতীয়ত কিভাবে আত্মবিশ্বাসের সাথে নতুন আইডিয়া প্রয়োগ করতে পারবেন।
এছাড়া সৃজনশীলতার নানাদিক, মার্কেটিং এর প্রাথমিক ধারণা, ডিজিটাল মার্কেটিং ও ফেসবুক মার্কেটিং আইডিয়া সেইসাথে ইমোশনাল মার্কেটিং, গেরিলা মার্কেটিং, ভাইরাল মার্কেটিং, দি বোস্টন কনসাল্টিং গ্রুপ এ্যপ্রোচ, বিজনেস কনটেন্ট, ননপ্যারালাল মার্কেটিং, গ্রোথ হ্যাকিং ইত্যাদি বিষয় নিয়ে ধারণা দেয়া হয়েছে। রয়েছে বিষয়ভিত্তিক ছবি, তথ্য ও বিশ্লেষণ।
এই বইটি নবীন, একক, ক্ষুদ্র ও মাঝারী উদ্যেক্তাদের কাজে লাগবে। কাজে লাগবে যারা সেলস মার্কেটিং, বিজনেস ডেভলপমেন্ট ইত্যাদি সেক্টরে কাজ করেন, বিজ্ঞাপনী সংস্থার কর্মীদের কথাতো বলাই বাহুল্য। এছাড়া বিজনেস ও মার্কেটিং অনুষদের ছাত্রদের জন্য এই বইতে কিছুনা কিছু নতুন থাকবেই।
জাহাঙ্গীর আলম শোভন
অষ্টম শ্রেণীতেই তার লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও অনলাইনে তার জীবনমুখী লেখা তাকে নতুন এক অবিধা দিয়েছে। ব্যবসা বাণিজ্য, পর্যটন ও লোকসাহিত্য নিয়েও তার লেখা পাঠকের প্রশংসা কুড়িয়েছ। বিষয়বস্তুর ভিন্নতা ও ও সহজ-সরস উপস্থাপনা তার লেখনীতে নিজস্বতা দিয়েছে। আছে গল্পময়তার ছাপ। বাংলাভাষায় কর্মাশিয়াল কনটেন্ট লেখনিতে তিনি একজন পথিকৃত। স্কুলজীবন থেকেই লেখালেখি, বিতর্কসহ বিভিন্ন বিষয়ে বহু পুরষ্কার পেয়েছেন। একসময় রাখালী নামে একটি লোকসাহিত্যের ছোটকাগজ সম্পাদনা করতেন।
২০১৬ সালে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেন। ২০১৭ সালে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বিবেচনায় দেশের ৪০ জন প্রশংসিত ব্যক্তির একজন নির্বাচিত হন। ২০১৯ সালে দেশের প্রথম ই-কমার্স সামিটে তিনি দেশ সেরা ই-কমার্স কনটেন্ট রাইটার পুরষ্কার জিতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায়। প্রথাগত বিদ্যার পাশাপাশি নিজেকে গড়ে তোলার জন্য নিয়েছেন বিভিন্ন প্রশিক্ষণ। বিভিন্ন সামাজিক কর্মকা-েও রয়েছে তার সরব উপস্থিতি।
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে বাবা ও গৃহিনী মায়ের জৈষ্ঠ্য সন্তান জাহাঙ্গীর আলম শোভনের স্থায়ী নিবাস ফেনী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করেন ঢাকার নিকুঞ্জে।