স্বজনহীন, একাকী, বেকার এক অসহায় যুবক, জীবনযুদ্ধে লড়তে থাকা ড্যানিয়েল। যান্ত্রিকতা, বিবেকহীনতায় ভরা নিষ্ঠুর পৃথিবীতে যুঝতে থাকা এই সদ্য কৈশোর পেরোনো যুবক একদিন একটা রহস্যময় চিঠি পায়। হন্যে হয়ে চাকরি খুঁজতে থাকা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় অংশ নিতে নিতে ক্রমাগত হতাশ হয়ে পড়া ড্যানিয়েলকে কে যেন সেধে চাকরির নিমন্ত্রণ পাঠায়। এক পরিত্যক্ত, নির্জন প্রাসাদ ক্রাভেন ম্যানরের বিনষ্ট বাগানে ফুল ফোটাতে হবে ওকে। নিরুপায় ড্যানিয়েল উপেক্ষা করতে পারে না সেই নিমন্ত্রণ। ভ‚তুড়ে প্রাসাদে মালীর কাজ নেয় সে। অদৃশ্য কেউ ওকে নির্দেশনা দিয়ে যায় কাজকর্মের। কে সে? জীবিত না কি মৃত? মধ্যরাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কেন ঘরের দরজা জানালা খুলতে নিষেধ করা হয়েছে ওকে? এদিকে মধ্যরাতে ওর ঘরের দরজায় কে টোকা মারে? প্রাসাদের টাওয়ারের জানালায় প্রায়ই দেখা যায় এক ছায়ামূর্তি। এখানে কেনই বা বন্দি সে? গা ছমছমে, হাড় হিম করা, রহস্যে ভরা এই উপন্যাস ক্রাভেন ম্যানর। আছে বন্ধুত্ব, নীতিবোধের এক দারুণ গল্প ভৌতিক গল্পের অন্তরালে।
ডার্সি কোটস
জন্ম অস্ট্রেলিয়াতে। ২০১৪ সালে প্রথম প্রকাশিত হয় তাঁর লেখা ভৌতিক উপন্যাস ‘ঘোস্ট ক্যামেরা’। তুমুল জনপ্রিয়তা পায় তাঁর প্রথম লেখা। এরপর একের পর এক তিনি উপহার দিয়ে চলেন সার্থক সব ভৌতিক ও রহস্যোপন্যাস। দ্যা হান্টিং অব ব্ল্যাকউড হাউজ (২০১৫), দ্যা হান্টিং অব গিলেসপী হাউজ (২০১৫), ডেড লেক (২০১৫), প্যারাসাইট (২০১৬), দ্যা হাউজ নেক্সট ডোর (২০১৭), ক্রাভেন ম্যানর (২০১৭), দ্যা ক্যারো হান্ট (২০১৮) এরকম বিশটিরও অধিক জনপ্রিয় উপন্যাস লিখেছেন তিনি যার অধিকাংশই ইউএসএ টুডে বেস্ট সেলার বুক। এ্যামাজন বেস্ট সেলিং লেখকদের তালিকায়ও নাম রয়েছে তাঁর। অস্ট্রেলিয়াতে সেন্ট্রাল কোস্টে বাবা-মায়ের সাথে বসবাস করেন অবিবাহিত ডার্সি। বনজঙ্গলে ঘোরা, বই পড়া আর বিড়াল পোষা তাঁর শখ। তাঁর লেখা ভৌতিক উপন্যাসগুলো শহুরে ভৌতিক কাহিনী বলে মনে করা হয়।