তলস্তোয় হলেন সমগ্র একটি জগৎ। এই মানুষটি যথার্থই সম্পাদন করেছেন এক বিপুল কর্ম─অতিবাহিত সমগ্র একটি যুগের ফলাফল তিনি নির্ণয় করেছেন, পরিচয় দিয়েছেন তাঁর অপূর্ব সত্যনিষ্ঠা, শক্তি ও সৌন্দর্যবোধের।’
মাক্সিম গোর্কি
তলস্তোয়ের প্রারম্ভিক পর্যায়ের সাহিত্যসৃষ্টির মধ্যে ‘কসাক’-এর স্থান নির্ণয় করতে গিয়ে ফরাসী ঔপন্যাসিক রমাঁ রলাঁ লিখেছেন : ‘পর্বতমালার তুঙ্গশীর্ষের মতোই এই রচনাগুলির মধ্যে সবার ওপরে মাথা তুলে আছে তলস্তোয়ের যৌবনসঙ্গীত, তথা তাঁর সৃষ্ট লিরিকধর্মী উপন্যাসগুলির মধ্যে শ্রেষ্ঠ রচনা─ককেশীয় কাব্য ‘কসাক’। সমগ্র গ্রন্থটি জুড়ে চোখ ধাঁধানো আকাশের পটভূমিকায় দৃপ্ত সৌন্দর্য নিয়ে প্রকাশ পাচ্ছে তুষারাচ্ছন্ন পর্বতের শ্রেণী। রচনাটি অতুলনীয়, কেননা এর মধ্যে প্রথম প্রস্ফুরণ ঘটেছে তলস্তোয়ের মহাপ্রতিভার।’
লিও টলস্টয়
লেভ টলস্টয়ের জন্ম ১৮২৮ সালে রাশিয়ায়। তাঁর বাবা কাউন্ট নিকোলাই ইলিক টলস্টয় ও মা কাউন্টস মারিয়া টলস্টয়। জীবনের অধিকাংশ সময় কাটে ইয়াসনিয়া পলিয়ানায় মস্কো থেকে ২০০ কি.মি. দক্ষিণে। কাজান বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাচ্যভাষা বিষয়ে পড়তে ভর্তি হয়ে মাঝপথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কিছুদিন মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অতিবাহিত করে যোগ দেন সেনাবাহিনীতে। ফিরে এসে লেখালেখি শুরু করেন। শিশুদের জন্য প্রচুর লেখেন। তাঁর লেখা পড়েই অনেক শিশু লেখা ও পড়া শেখে। তিনি ঈশপের গল্পের ভক্ত এবং গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনি নিজের মত করে শিশুদের জন্য রূপান্তর করেন। তাঁর উপন্যাস War and Peace-এর জন্যই তিনি বিশ্বখ্যাত। ১৮৬২ সালে সোফিয়ার সাথে বিবাহ হয়, তাদের সন্তান সংখ্যা তেরো। ১৯১০ সালে তিনি মারা যান।