করোনাকালীন। সময়ের ক্যানভ্যাস। বিস্তৃত, বিপুল-আকার। বহুতলসমন্বিত। শিল্পী অনুরাধা কুন্ডা। কালসমুদ্রের মাঝখানটিতে বসে সময়ের ছবি ধরে রাখার পণ করেছিলেন তিনি। বড কঠিন কাজ। অতি-নৈকট্য আর নৈর্ব্যক্তিকতার আড়াআড়ির কথা কে না জানে। তবু অনুরাধা সুদক্ষ জাদুকরী। সাহিত্য-নাটক-সিনেমা-গান ইত্যাদি বহুশিল্পের অঙ্গনে অনায়াস-চারী। সম্মিলিত ক্রাফটের জাদুছোঁয়ায় অসাধ্যসাধন করেন তিনি। তাল মিলিয়েছে স্বচ্ছ, কাটাকাটা অথচ প্রায়-কাব্যিক গদ্য। সঙ্গে ছিল অনুরাধার লাবডুব জীবনকে অন্তরঙ্গ ভালবাসার বোধ।