ধূমপান/তামাকজাত দ্রব্য ও মাদকদ্রব্য সেবন মানুষের অকালমৃত্যু এবং স্বাস্থ্যহানির অন্যতম প্রধান কারণ। মাদকের নেশায় আমাদের তরুণ প্রজন্মের বিপথগামিতাও বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এই মাদকের শুরুটা হয় মূলত ধূমপানের মাধ্যমে। সুতরাং, ধূমপান ও মাদকাসক্তির গভীর সম্পর্ক রয়েছে। বৈশ্বিক ‘করোনাভাইরাস মহামারির সময়ে এটি আবারও আলোচনায় এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অধূমপায়ীর চেয়ে ধূমপায়ীর করোনায় আক্রান্তের ঝুঁকি অন্তত ১৪ গুণ বেশি! যা গবেষণায়ও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। ২০১৮' এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫' (২০১৩ সালে। সংশোধিত) প্রণয়ন করেছে। তামাক ও মাদকের স্বাস্থ্যগত ও অন্যান্য ক্ষয়ক্ষতি এবং প্রণীত আইন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এ বইয়ে রয়েছে। এছাড়াও চলমান করোনা মহামারি ও তা প্রতিরোধে সহায়ক তথ্যাবলি পাঠক এ বইয়ে পাবেন বলে আশা করি।
অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী
Title :
করোনাভাইরাসের সঙ্গে মাদক ও তামাকের সম্পর্ক (হার্ডকভার)