এখনো করোনাভাইরাসের সব রহস্য উন্মোচিত হয়নি। কোথায়, কীভাবে এই ভয়াবহ ভাইরাসের উদ্ভব, কীভাবে সংক্রমণ পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনা যাবে, কত দিনে এই করোনার অভিশাপ থেকে মুক্ত হয়ে মানুষ আবার স্বাভাবিক জীবন ধারায় ফিরতে পারবে-কোনো কিছুই কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। এখন অবশ্য বিশ্বে করোনার ভয়াবহতা অনেক কমে এসেছে। কিন্তু হঠাৎ দেখা যায় কোনো দেশের একটি এলাকায়। করোনা ছড়িয়ে পড়ছে। সবাই সবসময় কঠোর নিয়ম-কানুন মানতেও চায় না। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখাও কঠিন।
অন্যদিকে সংক্রমণ প্রক্রিয়া চলার সময়ই কিছুদিন পর পর ভাইরাসটির বিবর্তন ঘটতে থাকে। নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায়। তাই ওই রোগ নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা দরকার। রোগের উদ্ভব থেকে শুরু করে কীভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল, কীভাবে বিভিন্ন দেশ একে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিল এবং ভবিষ্যতে বাংলাদেশে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রভৃতি জানা খুব জরুরি।
আব্দুল কাইয়ুম
আব্দুল কাইয়ুম জন্ম ঢাকায় । ঢাকায়ই লেখাপড়া । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি। আগাগােড়া মেধাবী ছাত্র ।। ১৯৬৫ সালে এসএসসি পরীক্ষায় ঢাকা। ' বাের্ডে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায়। দ্বিতীয়। বিজ্ঞানী হওয়ার ইচ্ছে ছিল সেটা হয়নি। ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আইয়ুববিরােধী। আন্দোলনের জন্য কলেজ থেকে বহিষ্কৃত। হন। উনসত্তরের গণ-অভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে প্রথম সারিতে ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধে যােগ দেন। বর্তমানে প্রথম 'আলাের সহযােগী সম্পাদক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ। বিজ্ঞান ও চলতি রাজনীতি বিষয়ে পত্রিকায়। ' নিয়মিত লেখেন। প্রায় ২০টি বই। বেরিয়েছে। উল্লেখযােগ্য বই গণিতের জাদ, বিজ্ঞানের রাজ্যে কী ও কেন, কার্যকারণ শত প্রশ্ন, জানা অজানা, প্রশ্ন আর প্রশ্ন। আরও প্রশ্ন, বিজ্ঞানের রাজ্যে যত প্রশ্ন।