“সুযোগ কখনই হারায় না, অন্যকেউ হয়তো সেই সুযোগটা নিয়ে নয়ে।”
কপিকাট মার্কেটিং বইটিতে কয়েকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত ধারনা দেওয়া হয়েছে। ছোট এই বইটি পরে আপনার কিচুটা সময় নষ্ট করলে বরং এ কিছুটা সময়ের পর আপনার ধারনা অনেক খানি পাল্টে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সবাই কোন না কোন কিছু অনুকরণ করে থাকি। আর কি অনকরণ করা উচিত আর কি অনুকরণ করা উচিত নয় সেই বিষয় গুলো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। একটা বিষয় সবসময় মনে রাখবেন আপনি কখনও নেগেটিভ মানুষকে আপনার স্বপ্নকে চুরি করতে দিবেন না। নেগেটিভ মানুষেরা হচ্ছে দলবদ্ধ গুয়োপোকার মত তাঁরা আপনাকে বাধ্য করবে তাদের ব্যবস্থাকে অনুকরণ করতে । আমার বিশ্বস আমাদের সকলের অনেক যোগ্যতা আছে। আমরা ভালো দিক গুলো অনুকরণ করলে আমরা সত্যিই সফল হবো।