ফ্ল্যাপের কিছু কথাঃ’আমার বান্দা আমার সম্বন্ধে যে রকম ধারণা করে আমি তাই’। মালিক হাদীসে কুদসীতে এ সত্যের প্রকাশ ঘটান। তাই তাঁর অতিন্দ্রিয় অরূপ সত্ত্বার বৈশিষ্ট্য উদ্ধারের দূর্বল প্রয়াসগ্রহণ করা হয়েছে।
মোহাম্মাদ বদিউজ্জামান বড়লস্কর
Overall Ratings (0)