মৃতদের মধ্যে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর দর্শন লোহার বেড়ি পড়া মানুষটার কাছ থেকে দুই রাজাকে নিরাপদ দূরত্বে সরে যেতে দেখে জাদুকর হেসে উঠল।
ওদিকে কোনানের বুনো নীল চোখে ঝলসে উঠল টোল খাওয়া শিরস্ত্রাণের ভেতর থেকে। এই মুহূর্তে অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত সে মুখে নেমে এসেছে গম্ভীরতার ছায়া।
কালো বর্মটি ছিঁড়ে গেছে এখানে সেখানে। তার ওপর লেগেছে রক্তের ছোপ। বিখ্যাত তরোয়াল লাল হয়ে আছে শোণিত ধারায়। এসবের ভেতর আমাদের চেনা
সভ্যতার পরিচয় বিবর্ণ। কারণ এই মানুষটা এক বর্বর। আর সেই বর্বর এখন তার শত্রুদের মুখোমুখি হয়েছে শৃঙ্খলাবদ্ধ অবস্থায়। কোনান জন্মসূত্রে একজন সিমেরিয়ান।
হিংস্রতা মেশানো উন্মাদনাগ্রস্থ রহস্যময় পুরুষ, যার আবাসস্থল ছিল উত্তরের মেঘলা অন্ধকারে ঢাকা এলাকা। তার গল্প-গাথাই তাকে পৌঁছে দিয়েছিল অ্যাকুইলোনিয়ার সিংহাসনে।
যা বাস্তবিক পক্ষেই এক নায়ক কেন্দ্রিক আখ্যান চক্র