কমিউনিকেশন হ্যাকস (হার্ডকভার)
বইটি পড়লাম, ভালো লেগেছে। প্রিন্ট, কাগজ, কভারের মান ভালো.
বুক রিভিউ-কমিউনিকেশন হ্যাকস লেখক-আয়মান সাদিক ও সাদমান সাদিক প্রকাশক-অধ্যায়ন প্রকাশনি প্রকাশকাল-২০২০ এর মধ্যে বেশ কিছু বই পড়েছি কিন্তু কোনটাই রিভিউ করা হয়ে উঠে নি।কিন্তু এই প্রিয় দুই মেন্টরের বই রিভিউ না করলেই নই। কথায় আছে যেঃ-"Don't judge a book by it's cover" কিন্তু এই বইয়ের প্রচ্ছদ এতোটাই সুন্দর যে বইটির কাবার দিয়ে আপনি বইটিকে বিচার করতে বাধ্য হবেন। এরপর বইটির উৎসর্গ ও ছিল বেশ ভিন্ন রকম।উৎসর্গ করা হয়েছে "তাদের প্রতি যারা কথা দিয়ে তর্কের চেয়ে বেশি জিতেছেন মানুষের মন। এই লাইনটা বেশ মন ছুঁয়ার মত ছিল আমার কাছে। এইবার আসি বইয়ের কিছু চৌম্বক-তথ্য নিয়ে যা আমার ব্যক্তিগত ভাবে বিষণ ভালো লেগেছে। ১-রিভার্স সাইকোলজি হ্যাকস🤔🤔 অথার্থ যে জিনিসটা আমাদের কাছে নিষিদ্ধ ঐ জিনিসটার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না।যেমন কোন ছোট শিশুকে যদি বলা হয় এই জিনিসটা ধরবা না নিসন্দেহে শিশুটি এই জিনিসটা ধরতে যাবেই।এটাই হলো মূলত রিভার্স সাইকোলজি।আর আমরা এই রিভার্স সাইকোলজিকে কাজে লাগিয়ে সহজেই মানুষকে দিয়ে কোন কাজ সম্পন্ন করিয়ে নিতে পারি ২-কথার মাঝে ইংরেজি শব্দের ব্যবহার😎😎 এই কাজটা আমি নিজেই বেশিরভাগ সময় করে থাকি।যে কথা বলছি বলছি আর এর মাঝে দুই একটা ইংরেজি শব্দ জেড়ে দিলাম।এতে করে সামনের মানুষটির কাছে আপনি নিজেকে কিছুটা স্মার্টলি প্রেজেন্ট করতে সক্ষম হবেন ৩-কমিউনিকেশনের ইকোনমি🤑🤑 আমরা সবসময় এই গাড়টি খুঁজি যেটি কম তেলে বেশি মাইল চলবে।কারণ এতে আমাদের সাশ্রয় হয়।কিব্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে কিভাবে অল্প কথায় আমরা বেশি পরিমাণ তথ্য মানুষের কাছে পৌঁছাতে পারি।একটা উদাহারন দেওয়া যাক।" কিছুদিন আগে আমাদের স্কুলে দেখা গেল স্কুলের ছাত্র-ছাত্রীরা জুতো নিয়ে শহিদ মিনারে উঠে পড়ছে আর আমাদের ক্লাসের আমার কিছু সহপাঠীরা তাদের নিয়মিত এই ব্যাপারে সতর্ক করে যাচ্ছিল কিন্তু দেখা গেল কিছুই হচ্ছিল না তেমন।রিতিমতো কেও না কেও জুতো নিয়ে উঠেয় পড়ছিল।এরপর আমার সহপাঠীদের কাছ হতে যখন এটি জানতে পারলাম তখন আমার মাথায় আসল প্রত্যেকে এই বিষয়ে সতর্ক না করে আমরা শহীদ মিনারের দেয়ালে একটি সতর্ক ভার্তা মূলক পোস্টার লাগিয়ে দিলেই তো পারি।যেই বলা সেই কাজ লাগিয়ে দিলাম পোস্টার,এরপর দেখা গেল কেউই আর জুতো নিয়ে শহিদ মিনারে উঠছে না। ৪-সংখ্যা দিয়ে মিথ্যা বলা🤓🤓 এটি মূলত মিথ্যা বলার টেকনিক নয়।এটি হলো কথাকে একটু ঘুরিয়ে পেছিয়ে বলা।যেমন- ক-"এই পণ্যে ৫% ফ্যাট আছে খ-"এই পণ্যেটি ৯৫% ফ্যাট ফ্রি" উপরের দুইটি কথায় কিন্তু একি অর্থ বহন করে কিন্তু মানুষ সর্বদা ২য় নাম্বারটি ই শুনতে চাইবে। ৫-আন্তরজাতিক কমিউনিকেশন🗣🗣 কথাটি শুনে সবার মাথায় হয়তো প্রথমে ইংরেজি ভাষার কথায় মাথায় আসছে।আমার মাথায় ও তাই এসেছিল।কিন্তু এখানে বলা হয়েছে ভিন্ন কিছু।আমাদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা হয়তো টম এন্ড জেরি,মিস্টার বিন কিংবা চার্লি চ্যাপলিন এর কোন এপিসোড দেখেননি।দেখে বলোন তো এরা কোন ভাষায় কথা বলে.? এরা মূলত কোন কথায় বলে না।এরা নিজেদের বডি ল্যাংগুয়েজ ও ভাব বঙ্গি দিয়েই সব প্রকাশ করেন।আর কোন ভাষার ব্যবহার না তাকা সত্বেও এই কমেডি সিরিজ গুলো বিশ্ব বিখ্যাত। এছাড়াও বইটিতে আরো অনেক ধারুণ ধারুণ বিষয় তুলে ধরা হয়েছে।বইটি পড়ে এটুকু নিঃসন্দেহে বলা যায় যে বইটি লিখতে হিউম্যান সাইকোলজি নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করা হয়েছে।তবে বইয়ের একটি জিনিস আমার বেশ বিরক্ত লেগেছে যে এখানে কিছু কথা বার বার রিপিট করা হয়েছে।আমরা পাঠকেরা বইয়ের প্রতিটি পাতা উলটাই নতুন কিছু জানার আসায় আর এতে যদি এক গরু বার বার জবাই করা হয় তবে পাঠকদের কাছে ইহা নিতান্তই বিরক্তিকর।তাই প্রিয় লেখকদের কাছে এটুকু আবদার পরের বার থেকে হয়তো আর আমরা এই একি বিড়ম্বনায় পরব না।যা হোক সবশেষে বলতেই হয় যে এটি একটি অসাধারণ বই।আপনি যদি মনে করে থাকেন আপনার কমিউনিকেশন স্কিলের উন্নতি করা প্রয়োজন তবে এই বইটি আপনারই জন্য।
বেস্টসেলিং আত্মউন্নয়নমূলক বই "স্টুডেন্ট হ্যাকস" এর লেখক আয়মান সাদিক ও সাদমান সাদিকের নতুন বই "কমিউনিকেশন হ্যাকস"। একবিংশ শতাব্দীর সবচেতে গুরুত্বপূর্ণ সফট স্কিল (Soft Skill) হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল (Effective Communication Skill)। অনলাইন এবং অফলাইনে আমাদের কথা-বার্তা পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় হল এই বইটি। এই বইটিতে সাইকোলজি, কমিউনিকেশন এবং প্র্যাক্টিকাল টিপস এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, টপিকগুলো আজ নিজের লাইফে প্রয়োগ করে দেখলে আপনার জীবনের সার্বিক মান উন্নত হয়ে যাবে। শিক্ষা-জীবন, ক্যারিয়ার এবং সামাজিক সম্পর্ক - সব ক্ষেত্রেই কমিউনিকেশন হ্যাকসগুলি আপনার কাজে দিবে।
★কমিউনিকেশন হ্যাকস।।। । কমিউনিকেশন হ্যাকস এমন একটা বই যা আপনাকে কর্পোরেট সেক্টরে যোগাযোগ এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কমিউনিকেশন হ্যাকস বইটিতে প্রায় ১৩০ টি বিষয় সম্পর্কে বলা হয়েছে। যেমনঃ ১)প্র্যাক্টিকাল কমিউনিকেশন ২)রিভার্স সাইকোলজি হ্যাকস ৩)ইল্যুশন অফ চয়েজ ৪)ভালোবাসার কমিউনিকেশন ৫)স্টিকি কমিউনিকেশন ইত্যাদি। ★বইটি কাদের জীবনে লাগবে সেটিও স্পষ্ট করে বলে দেয়া আছে। যেমনঃ স্টুডেন্ট, পেশাগত জীবনে, ডিজিটাল কাজের ক্ষেত্রে। ★ অনেকে হয়তো কমিউনিকেশন হ্যাকস কি সেটাই এখনো ঠিকমতো বুঝতে পারেনি। এজন্যে বইটিতে কমিউনিকেশন হ্যাকস সম্পর্কে প্রথমেই বলা হয়েছে। ★কমিউনিকেশন লেভেল যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়েও বিস্তারিত বলা আছে বইটিতে। ★বইটি পড়ে আপনি আপনার কমিউনিকেশন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন কারণ বইটিতে এমনসব হ্যাকস রয়েছে যেগুলো আপনার - আমার সবার কমিউনিকেশন স্কিল সর্বোচ্চ করে দিবে। বইটি পড়ে একজন পাঠক, একজন মানুষ এটা বুঝতে পারবে কমিউনিকেশন আমাদের জন্য কতটা প্রয়োজনীয়।কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়াতে হবে সে সম্পর্কে বলা রয়েছে বইটিতে। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার মাধ্যমে তা আমাদের জীবনে কেমন প্রভাব ফেলবে সে সম্পর্কে বলা রয়েছে বইটিতে। এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান ডিজিটাল যুগে কমিউনিকেশন কতটা প্রয়োজনীয়। তাই নিজের কমিউনিকেশন স্কিল সর্বোচ্চ করতে সর্বোচ্চ সহায়ক হলো কমিউনিকেশন হ্যাকস বইটি। ★বইটির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো বইটির প্রতিটি লাইন, প্রতিটি হ্যাকস। কারণ প্রতিটি হ্যাকসে এমন জাদুকর তথ্য রয়েছে যেগুলোর কারণে যে কেউ তার জীবনটা বদলানোর কৌশল খুজে পেতে পারে। আয়মান ভাইয়ার একটা ইচ্ছা হলো বেস্ট সেলিং বইয়ের লেখক হওয়া। কমিউনিকেশন হ্যাকস বইটির মাধ্যমে সেটা পূরণ হওয়া উচিত৷ কারণ বইটিতে কমিউনিকেশনের মাধ্যমে জীবন বদলানোর কৌশল রয়েছে। বইটি স্টুডেন্ট থেকে শুরু করে সকল বয়সী মানুষের জন্য। সকল প্রকার মানুষের জন্য। পরিশেষে এটাই বলতে পারি বইটির মুল থিম (আপনার কথার মাধ্যমে জীবন বদলানোর কৌশল) একেবারেই স্বার্থক। তাই কমিউনিকেশন হ্যাকস বইটি আমাদের বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখবে
কর্পোরেট জগতে কাজ করার তাগিদে ক্লায়েন্টদের সাথে প্রচুর কথা বলতে হয়। কথা বলতে বলতে এমন অবস্থা হয়ে গিয়েছিল ভাবতাম আমার কমিউনিকেশন স্কিল যথেষ্ট শক্তিশালী। কিন্তু কমিউনিকেশন হ্যাকস বইটি পড়ার পর বুজতে পারলাম আমিও অনেক বোকাদের মতো ভুল করেছি যা মনে করে এখন একাই হাসি। বইটি পড়ে নিজের ভুলগুলো শুধরে নিয়েছে এবং নিজেকে উপস্থাপন করার জন্য শিখে নিয়েছি অনেক আইডিয়া। আসলে কমিউনিকেশন বর্তমান জগতে নিজেকে উপস্থাপন করার অন্যতম মাধ্যম, কিন্তু উপস্থাপন হতে হবে স্মার্ট এবং সাবলীল। আপনার কমিউনিকেশন দ্বারা আপনার সম্মুখের মানুষটি আপনার সম্পর্কে ধারনা জন্ম নিবে। উনার ধারনার উপর নির্ভর করে পরবর্তী সময় উনি আপনার সাথে কি রকমভাবে উনাকে উপস্থাপন করবে। তাই যোগাযোগ করার এই স্মার্ট গুণটি রপ্ত করে ফেলুন। আর এই কমিউনিকেশন স্কিল ঝালাই করে নিতে এবং নিজেকে পুরোপুরি উপস্থাপন করতে হলে কি কি করতে হবে তা জানতে হলে বইটি পড়তে হবে।
তীব্র প্রতিযোগিতার এই সময়ে ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যেকটা মানুষের জন্য কমিউনিকেশন হ্যাকস বইটি খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন কাজে আমাদের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে হয় যেখানে আমরা অনেক ধরনের ভুলত্রুটি করে ফেলি যা আমরা নিজেরাই জানি না। এই বইটি পড়ে এই সব ভুল সংশোধন করা সহজ হবে এবং নিজেকে আমরা সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবো।
boi ta osadaron..life er main theme gula niye kaj gulo kora hoyese ja ekjon sonagorik toyri houar jnne perfect.