জানি না একটি কবিতার জন্য হাঁটতে হয় কতটা পথ, কতটা জানতে হয়,পড়তে হয় কতটা। কেবল পাশের আসনে যাত্রীর বসা দেখে বুঝে নিতে পারি তার প্রতিবেশীরা কেমন আছেন। এটুকুই জানাশোনা আমার। লিখে যায় নিজের মতো করে। প্রেম আমার প্রথম উপজীব্য। সরল যাপিত জীবনের ফিরিস্তিই হয়তো দূষণ এনেছে আমার কবিতায়। গার্হস্থ্য জীবনের অকথ্য সত্যবিলাপ বদলে দিয়েছে প্রতিটি চরণের ধ্বনিরুপ। তবু ধন্যবাদ তাদেরকে যারা আমায় লিখতে তাড়না দেয়। কবিতা দীঘদিন না লিখলে আমি অস্থির হয়ে উঠি। কোন কাজেই মান বসে না।
পছন্দ করি উপসংহারের কথা না ভেবে ভালোবেস যেতে। একই দুঃখ একই সুখ বেশিদিন সইতে পারি না। বারবার বলি তাই বাসি দুঃখে এলার্জি বাড়ে। জীবনের প্রফ কপি দেখে নেওয়ার সুযোগ নেই তাই ভুলগুলো ক্ষমা করবেন। এই বইটির অবশ্য প্রুফ কপি দেখার সুযোগ পেয়েছি তবু কিছু বানানা প্রমাদ থাকতে পারে। কারো পাত্রেই আমি অরুচিট হতে চাইনি। তবু যারা কাটা বেছে খেতে শিখেছেন, তাদের জন্য শুভকামনা। এ গ্রন্থের কবিতাগুলো সস্তা জীবনের সত্তা শব্দের মিশেলে কিছু প্দারলাপ মনে করতেই পারেন ছন্দের পাড় ভেঙে এখানে ভাসিয়েছি কছিু দানাদার আবেগ। জীবনটা হউক কমন সাইজের।পাঠকের জন্য ভালোবাসা রইল।ভাস্কর্যের মত উড়ার ভঙ্গিতে আমরা কংক্রিটে আটকা না থেকে আসুন একবার উড়ার সাহস করি।