তারেক মাসুদ ছিলেন দেশবরেণ্য চলচ্চিত্রকার। তিনি বলেছিলেন, ‘চলচ্চিত্রকার না হলে লেখক হওয়ার চেষ্টা করতাম।’ তার মানে লেখালেখির প্রতি একটা টান তাঁর বরাবরই ছিল। গত ২৫ বছরে তিনি চলচ্চিত্রকেন্দ্রিক যেসব প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন তাতে তাঁর চলচ্চিত্র-ভাবনা, দেশের চলচ্চিত্র নির্মাণের সংকট ও সম্ভাবনা এবং চলচ্চিত্র-সংশ্লিষ্ট তাঁর নানামুখী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে; সঙ্গে রয়েছে তাঁর আÍস্মৃতি। এই বই চলচ্চিত্রকর্মী তো বটেই, সব ধরনের পাঠককে আগ্রহী করে তুলবে।