বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালে। রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং পাবলিক অ্যাডমিনেস্ট্রেশন ও রাষ্ট্রবিজ্ঞানে আলাদাভাবে মাস্টার্স করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। ১৯৭৬ সালের ১ জানুয়ারি তিনি মুন্সেফ হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালে জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ পান। বিভিন্ন বিষয়ে তিনি শতাধিক বই লিখেছেন। ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান ছিদ্দিকুর রহমান। স্থায়ী নিয়োগ পান ২০০৪ সালের ২৯ জুলাই। একাত্তর সালের মুক্তিযুদ্ধেও তিনি অংশ নেন।
Title :
Civil Drafting and Practice (With English Version)