পথ পেরিয়ে এলেই কি শেষ হয় যাত্রা? নাকি অনেক চেনা-অচেনা মুখ ভিড় করে মনের বারান্দায়।চেনা মুখ হয় স্মৃতি।স্মৃতিরা কখনো সুখের,কখনো কষ্টের,কখনো বিব্রতকর,অভিজ্ঞতা যা-ই হোক, অতীত মানুষকে টানে দারুণ। ‘চিরচেনা অনেককে নিয়ে যাবে অতীতে।অনেকের কাছে খুলে দেবে এক নতুন জগৎ।