এই গল্পগুলিতে ঋতুর সঙ্গে মিশে যায় রিপু, লোভের সঙ্গে পাপ, কামনার সঙ্গে শাস্তি। হঠাৎ উবে যায় মানুষ, ইতিহাস থেকে উঠে আসে পুরোনো হানাদাররা। শীতবন্দরে দরজায় উপস্থিত হয় গুপ্তঘাতক। দিনের আলোয় হানা দেয় জ্যান্ত পাইথন। যীশুর জন্মদিনে ঘটতে থাকে নানা অলৌকিক ঘটনা। হঠাৎ ছুরি মারতে উদ্যত হয় চেনা প্রেমিকা। রাজনীতি আর যৌনতা মিশে যায়, শান্তিরক্ষকই হয়ে ওঠে খুনি, ফ্রিজের ভিতর শোনা যায় মলোটভ ককটেলের শব্দ, দেবদূত হয়ে উড়ে যায় ভিখিরি, কিন্তু শেষমেশ কোথাও কি পৌঁছয় সবকিছু?
সৈকত বন্দ্যোপাধ্যায়
Overall Ratings (0)