লোভের চোরাবালিতে যখন থমকে দাঁড়ায় বিবেকবোধ, আপন অস্তিত্বের গহীনে অপ্রকাশিত কামনাগুলো তখনই অলৌকিক কল্পনা বিলাসী হয়ে কড়া নাড়ে অবচেতন মনে। অসম্ভব বাস্তবতার স্বাদ নিতে ইচ্ছে জাগে বারবার। মোহগ্রস্ত মনের এই বিচিত্র কাল্পনিকতায় কখনোই বদলে ফেলা যায় না চলমান সময়ের পরিধি বরং সেটা নিজের চেনা সত্তাকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। সেদিন ভুলগুলোকে পেছনে ফেলে নতুন করে খুঁজে পাওয়া যায়না জীবনের সুন্দর কোনো অধ্যায়।
অতিপ্রাকৃত প্রাচুর্যের আকর্ষণ এবং আধ্যাত্মিকতার কাল্পনিক মায়াজালে বিদ্ধ অতি সাধারণ একজন মানুষের দিন বদলের নেশায় মোহগ্রস্ত হয়ে উঠার গল্প "চৌত্রিশ নং গগন বাবু লেন"।