ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের চারপাশে যে সব পশুপাখি ছড়িয়ে আছে, হোক তা গৃহপালিত বা বুনো, শান্ত-সুবোধ বা হিংস্র সবারই নিজস্ব ভাষা আছে। চাওয়া-পাওয়া, ভালো লাগা-মন্দ লাগা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছে আছে। জীবনকে উপভোগ করার স্বপ্ন আছে। পশুপাখিও মানুসের মতো সুখ-দুঃখ আছে, স্বাধীনতার আনন্দ আর বন্দিত্বের বেদনা আছে, আমি তা বিশ্বাস করি। সেই বিশ্বাসের প্রতি আস্থা রেখে, অসহায় পশুপাখিরদের প্রতি ভালোবাসা থেকে যে গল্পগুলো লিখেছি তা নিয়ে পুষ্ট হয়েছে ছোট্ট পাখি চন্দনা। মজার ব্যাপার হলো, ছোট্ট পাখি চন্দনার প্রতিটি গল্পের প্রধান চরিত্র আঁকা হয়েছে কোনো না কোনো পশুপাখির চরিত্র নিয়ে। সাপ, ব্যাঙ, সিংহ, বাঘ, কচ্ছপ, খরগোস থেকে শুরু করে টিয়ে, ময়না আর বাজপাখিও বাদ যায়নি গল্পের চরিত্র থেকে। ওরা কথা বলেছে নিজ নিজ ভাষায়। গল্পগুলো এগিয়ে গেছে ওদেরই আাঁকা ছকে, যা নিঃসন্দেহে পাঠককে অভিভূত করবে। অসহায় অবলা পশুপাখিদের প্রতি ভালোবাসা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। ‘ছোট্ট পাখি চন্দনা’র গল্পগুলো পড়ে একজন পাঠকের মনেও যদি পশুপাখির প্রতি ভালোবাসা জন্মায়, তবেই আমার গল্প লেকা স্বার্থক হবে।
এনায়েত রসুল
এনায়েত রসুল স্বনামখ্যাত শিশু সাহিত্যিক মােহাম্মদ নাসির আলীর দ্বিতীয় পুত্র। ১৯৫৩ সালের ১২ জুন বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্ম। লেখাপড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ওপর। লেখালেখির জগতে বিচরণ ১৯৬৫ থেকে। প্রথম লেখা ছাপা হয়েছে। ‘জুনিয়র রেডক্রস’ পত্রিকায়। ওটা ছিল ছড়া। সব বয়সী পাঠকদের জন্যে লেখেন এনায়েত রসুল। তবে মূলত শিশুসাহিত্যিক। শিশুসাহিত্য সৃষ্টিতে তার দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০। এনায়েত রসুলের পাঠকপ্রিয় বইগুলাের মধ্যে এক আকাশ মেঘ এক পশলা বৃষ্টি পােডড়া বাড়ি রহস্য ডক্টর নিপুর এক্সপেরিমেন্ট নিঝুমগড় ভয়ঙ্কর ভয়ঙ্করের হাতছানি বাতিঘরের বুড়াে অন্যরকম বুবাই বিজ্ঞান ও বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কার চিচি বিজ্ঞানীদের জীবন ও আবিষ্কার এবং আমাদের জাতিসত্তা ও বাংলাদেশী জাতীয়তাবাদ’ উল্লেখযােগ্য। এনায়েত রসুল শিশুতােষগল্পের জন্য ইউনিসেফ ঘােষিত “মীনা মিডিয়া এওয়ার্ড২০০৮' পদক অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার দেশ’-এ সহ-সম্পাদক পদে কর্মরত। সেইসঙ্গে ছােটদের পাতা ‘এক্কাদোক্কা’ পরিচালনার দায়িত্ব পালন করছেন।