ফ্ল্যাপের কিছু কথাঃ গ্রামের সহজ-সরল ছেলে পচা। বাবা মারাগেছে অনেক আগে। ছোট বোন আর মাকে নিয়ে তার দিন চলে যায়। সহজ-সরল পচা একদিন গাঁয়ের হাটে দুধ বেচতে গিয়ে ঠকের পাল্লায় পড়ে। বাড়িতে এসে মায়ের বকা খায়। মনে মনে সেই ঠকের ওপর সে ক্ষেপে আছে। সেই রাতে স্বপ্ন দেখে পচা। সে পুলিশ হয়েছে আর গ্রামের চেয়ারম্যান তাকে সম্মান করছে। পচা চেয়ারম্যানকে আদেশ দেয় সেই ঠককে ধরে আনার জন্য। তারপর?.... গ্রামে এক সাদাসিদে কিশোরের চলমান জীবনের এই গল্প একবার পড়া শুরু করে দেখো, শেষ না করে উঠতেই পারবে না।