রোবটিক্স শিখে আমাদের দেশের শিক্ষার্থীরা যেনো বাইরের দেশে চলে না যায় সেজন্য Boston Dynamics
এর মত একটি রোবটিক্স কোম্পানি তৈরী করতে হবে আমাদের রোবটপ্রেমীদের। কিন্তু Boston Dynamics
এর মত রোবটিক্স কোম্পানী বাংলাদেশে রাতারাতি তৈরী করা সম্ভব না। পুরো একটা জেনারেশন আমাদের তৈরি করতে হবে এই ধরণের কোম্পানী তৈরি করতে। আর সেই লক্ষ্যে আমাদের এই বই লিখার যাত্রা।
তাই ছোটদের রোবটিক্স বইটির কন্টেন্ট এমনভাবে সাজানো হয়েছে যেনো একটা হাই স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে ভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা রোবটিক্স নিয়ে কখনোই কাজ করেনি বা জানেনা তারা যেনো বইটি পড়ে শিখতে পারে। আর শিখার পাশাপাশি সবচেয়ে যে জিনিসটাতে আমরা বেশি ফোকাস দিয়েছি সেটা হচ্ছে রোবটিক্স শিখতে হয় কিভাবে!এই বইটি যে শেষ করবে হয়ত কোন এক সময় তার সাথে একদিন কাজ করা হবে সেই স্বপ্নটাই আমরা রাখি।