This book aims to puncture two popular myths: that Bangladesh is a flat alluvial plain where soil fertility is maintained by silt provided by annual floods; and that the country will be overwhelmed contour by contour by sea-level rise in the 21st century which will displace many million people.Bangladesh is, in fact, a country of great physical diversity and complexity, illustrated in this book by numerous satellite images. Its floodplains are mainly flooded by rainwater, not by river water, and it is chemical and biological reactions taking place in flooded soils that contribute to their fertility.Analyses of 50 years of recent climate data show no evidence that Bangladesh’s climate has changed significantly due to global warming to-date, and practical measures are available to counter adverse effects of the slowly rising sea-level. The foreseen rates of climate change and sea-level rise in the 21st century are much slower than the social and economic changes that are occurring due to rapid population growth, and it is urged that the latter changes be given priority attention in development planning.The book provides a summary of the author’s two recent books on the country’s physical geography and on climate change. It is aimed at government and donor officials, NGOs, academics, students, journalists, politicians and the general public who need to be aware of the diversity of Bangladesh’s physical geography and the variability of its climate, and the relevance of that diversity and variability for development planning. The book is being produced in English and Bengali editions.
আমীরুল ইসলাম
জন্ম ৭ এপ্রিল ১৯৬৪, লালবাগ, ঢাকা। পিতা প্রয়াত সাইফুর রহমান। মাতা প্রয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যের সকল মাধ্যমে স্বচ্ছন্দ। ২০০৬-এ পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে ‘খামখেয়ালি’ ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমির অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছােটদের পত্রিকা পুরস্কারও (২০০৭) পেয়েছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫০টির অধিক। সবই শিশুসাহিত্য। দেশের খ্যাতিমান সকল প্রকশনা সংস্থা থেকে এক বা একাধিক বই প্রকাশ পেয়েছে। দশ বছর সম্পাদক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশাের-তরুণদের উৎকর্ষধর্মী মাসিক ‘আসন্ন’র। অধুনালুপ্ত দৈনিক বাংলার ছােটদের প্রথম চার রঙের কিশােরদের পাতা সম্পাদনা করেছেন পাঁচ বছর। চ্যানেল আই-তে প্রতিষ্ঠালগ্ন থেকে অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে সিনিয়র প্রােগ্রাম ম্যানেজার হিসাবে কর্মরত। সাপ্তাহিক'এর প্রকাশকও তিনি। কৌতুকপ্রিয়, আডডাবাজ, জীবন রসিক, ভােজকপ্রিয় আমীরুল ইসলাম পৃথিবীর অধিকাংশ বিখ্যাত শহর ঘুরেছেন। পুরনাে বই ও চিত্রকলা সংগ্রহ করে থাকেন । প্রিয় সখ বইপড়া, দাবা খেলা, গান শােনা।