মহান আল্লাহ্ পাক দুনিয়া জাহানের স্রষ্ঠা, মালিক ও প্রভু। আমরা মানুষ তাঁরই গোলাম বা দাস। আল্লাহ্ বলেন, “আমি মানুষ ও জ্বীন জাতিকে কেবলমাত্র আমরা ইবাদত (গোলামী) ব্যাতিত অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি।
(সুরা যারিয়া- ৫৬) ইবাদতের বিধান হল ইসলাম। ইসলামের মূলভিত্তি হল, ঈমান, নামায,রোযা, যাকাত ও হজ্জ। নামায হল সব ইবাদতের মূল।
নামাজ হল আনুগত্যের প্রমান। নামাযের মধ্যে আল্লাহ্ হ্বক্ব আদায় করে সঠিক পথ বাছাই করা হয় । নামাযের মধ্যে সুরা ফাতিহায় আমরা বলি- আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি নেয়ামত দিয়েছ।
এই নেয়ামতের শুরু দেহ- মনের শান্তি দ্বারা।
আর শেষ হয় জান্নাত বা আল্লাহ্ সন্তোষ লাভ দ্বারা। দেহ – মনের শান্তির জন্য প্রয়োজন সঠিক পথ।
মহানবী ﷺ বলেন ,”তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র উত্তম”।
নামাযের আসে নীতিবোধ, নিয়মানুবর্তিতা, আল্লাহভীতি সততা ও সচ্চরিত্রবান হবার চেতনা।
চরিত্র আমাদেরকে সঠিক পথ দেখায়। আল্লাহ্ বলেন – ‘নিশ্চয়ই নামায যাবতীয় অন্যায় ও নিষিদ্ধ কাজ থেকে ফিরিয়ে রাখে’।