গ্রন্থটি বাংলা সাহিত্যের বেশকতিপয় জীবিত কবিলেখকের সাহিত্যকীর্তির সমালোচনামূলক মূল্যায়ন। তবে উল্লেখ্য যে, এঁদের মধ্যে খোন্দকার আশরাফ হোসেন বইটি প্রকাশের কিছুদিন পরেই প্রয়াত হয়েছেন। বইটিতে সমালোচনা সাহিত্যের মৌলিক কতিপয় ধারণাকে মূলসূত্র ধরে সেসকল সূত্রের নিরিখে নির্বাচিত কয়েকজন সিনিয়র সাহিত্যিকের কর্মের মূল্যায়ন করা হয়েছে। এই সিনিয়র সাহিত্যিকগণের মাঝে আছেন আল মাহমুদ, খোন্দকার আশরাফ হোসেন, মিহির সেনগুপ্ত, সুশান্ত মজুমদার, পারভেজ হোসেন প্রমুখ। আবার একই সমালোচকীয় সূত্রে এ বইয়ে বেশ কতিপয় তরুণ সাহিত্যিকের কর্মের মূল্যায়নও করা হয়েছে পাশাপাশি। তরুণ এই সাহিত্যিকদের মধ্যে রয়েছেন পাবলো শাহি, জুয়েল মোস্তাফিজ, সারফুদ্দিন আহমেদ প্রমুখ। বাংলাসাহিত্যের জীবিত প্রবীণ ও তরুণ লেখকদের নিয়ে এমন সমালোচকীয় বীক্ষণগ্রন্থ বিরল।