রমজান মাহমুদ একজন তুখোড় ছড়াসাহিত্যিক। নিষ্ঠাবান কিশোর কবিতাকর্মী। সাহিত্যের বিশেষ প্রকরণ লিমেরিক, ক্লেরিহিউ রচনায় তার রয়েছে স্বচ্ছন্দ বিচরণ।
এসব মাধ্যম জনপ্রিয়করণে পালন করেন অনন্য ভূমিকা। কথাসাহিত্যেও তার স্বতঃস্ফূর্ত অভিনিবেশ লক্ষণীয়। প্রতিভাদীপ্ত এই ছন্দশিল্পী যেন শব্দ নিয়ে খেলেন, তৈরি করেন শব্দের রঙিন মালা। স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি, শব্দবিন্যাসের নিপুণতা, গতিময় ছন্দের চমৎকার গাঁথুনি, বিষয়ের অভিনবত্ব তার ছড়া-কবিতার সহজাত বৈশিষ্ট্য। তাই তার ছড়া-কবিতা হয়ে ওঠে উপাদেয়, সুখপাঠ্য।
নিরীক্ষাপ্রবণ এই সাহিত্যকর্মী ইতোমধ্যে অর্জন করেছেন পাঠকপ্রিয়তা। রমজান মাহমুদ-এর ছড়াসমগ্র-এ রয়েছে ইতোপূর্বে প্রকাশিত দশটি অনুপম ছড়ার বই। এতে ফুটে উঠেছে হাস্যরস, ব্যঙ্গ, খোঁচা, প্রাত্যহিক জীবনচিত্র। উপমা-প্রতীকে চিত্রিত হয়েছে ছবির ভেতরের ছবি। বইটি ছোটো-বড়ো সকলের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।