এটা হচ্ছে সেইসব রঙিন ও চকচকে মুখোশ পরা মানুষের চৌর্যবৃত্তি, লাম্পট্য, ব্যভিচার, দুর্নীতি, অসততা ও নীতি-নৈতিকতাহীন স্বেচ্ছাচারিতার কাহিনী, যারা কেবলই সামাজিক অবস্থান অনুসন্ধান করেছে অর্থ, সম্পদ, বেশভূষা, ভোগ-লালসা ও ক্ষমতার ভেতরে এবং তারা চূড়ান্ত নির্লজ্জের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরও মানুষের দিকে তাকিয়ে হাসে প্রাজ্ঞের হাসি। মোস্তফা মীর এই কাহিনী বর্ণনা করতে গিয়ে আলো ফেলেছেন সেই মনস্তত্ত্বের ওপর যা মানুষের জন্মগত প্রবৃত্তি এবং যার ভেতরে আকাঙ্ক্ষা চরিতার্থ করার ছদ্মবেশে নারী ও পুরুষ মিলিত হয়েছে দৈহিকভাবে পরস্পর শোষণ করার জন্য।